শুধুই তোমার আশায়
চোখের আড়ালে থাকলেও তুমি
মনের আড়ালে নয়,
হৃদয় পারাপারে শুধুই আছো তুমি
তবুও শঙ্কা মনে রয়।
এ কী বন্ধনে বেঁধেছো যে আমায়
মগ্ন তোমাতে ভাবনা আমার,
দেহের প্রতিটি রক্ত কণায় যেন
মায়া মিশে আছে তোমার।
তুমি অনন্যা, তুমি আমার মনমোহিনী
কল্পনার পরী তুমি,
তুমি না থাকলে এ হৃদয় যেন আমার
ধূসর এক মরুভূমি।
জীবনের যত চাওয়া ছিলো আমার
সবই যেন ছিলে তুমি,
অসীম প্রেমের এক অনন্য ছোঁয়ায়
হারিয়ে গেছি যে আমি।
এই পূর্ণতা যেন অবিরত থাকে
তোমার এই ভালোবাসায়,
মনেরেখো শুধু বেঁচে আছি আমি
শুধুই তোমার আশায়।
মনের আড়ালে নয়,
হৃদয় পারাপারে শুধুই আছো তুমি
তবুও শঙ্কা মনে রয়।
এ কী বন্ধনে বেঁধেছো যে আমায়
মগ্ন তোমাতে ভাবনা আমার,
দেহের প্রতিটি রক্ত কণায় যেন
মায়া মিশে আছে তোমার।
তুমি অনন্যা, তুমি আমার মনমোহিনী
কল্পনার পরী তুমি,
তুমি না থাকলে এ হৃদয় যেন আমার
ধূসর এক মরুভূমি।
জীবনের যত চাওয়া ছিলো আমার
সবই যেন ছিলে তুমি,
অসীম প্রেমের এক অনন্য ছোঁয়ায়
হারিয়ে গেছি যে আমি।
এই পূর্ণতা যেন অবিরত থাকে
তোমার এই ভালোবাসায়,
মনেরেখো শুধু বেঁচে আছি আমি
শুধুই তোমার আশায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।