www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতি

প্রথম যেদিন তোমায় দেখেছি আমি
লাল জামা পড়া গায়ে,
সেদিনই ভাবছি হাতটি ধরে বলি
একটু স্থান চাই হৃদয়ে।

সেদিনের পর দু'মাস পেরিয়ে গেলো
খুঁজে পাইনি আর তোমাকে,
প্রতিটি রজনী পার করেছি নির্ঘুম চোখে
তোমার ছবি মনেতে এঁকে।

খোদার কি সে এক অশেষ মেহেরবানে
অপেক্ষার প্রহর হলো শেষ,
আমার ভালোবাসায় সাঁড়া দিয়ে তুমি
জীবনে তুমি করলে প্রবেশ।

আজ গগনতলে সুখের সাগরে আমি
ভাসছি তোমায় নিয়ে,
জড়িয়ে রাখবো ভালোবাসার কাঁথায়
আদর-সোহাগ দিয়ে।

'স্মৃতি' তুমি আছো এই হৃদয়মাঝে
আমার সুখপাখি হয়ে,
তুমি আছো এই ভালোবাসার রাজ্যে
আমার স্বপ্নের রাণী হয়ে।

চাই না আমি কোনো রাজার রাজ্য
চাই না কোনো সিংহাসন,
তোমার ভালোবাসার ছায়ায় থেকেই
বাঁচতে চাই সারাজীবন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অমর কাব্য ২৮/০৫/২০১৪
    অসাধারণ ভাবরস।
  • সামসুল ইসলাম ২২/০৫/২০১৪
    দারুন। খুব ভালো হইছে। পড়ে ভালো লাগলো।
  • জাজাফী ১৯/০৫/২০১৪
    অসাধারণ প্রেমের কবিতা। বেশ ভাল লাগলো
  • অমর কাব্য ১৭/০৫/২০১৪
    সেদিনের পর দু'মাস পেরিয়ে গেলো
    খুঁজে পাইনি আর তোমাকে,-অনেক সুন্দর
  • মোঃওবায় দুল হক ১০/০৫/২০১৪
    দারুন!খুব ভালল লাগলল!
  • দীপঙ্কর বেরা ০৯/০৫/২০১৪
    ভাল
  • হাসান ইমতি ০৯/০৫/২০১৪
    স্মৃতিকে নিয়ে আমারও অনেক চাওয়া পাওয়া ছিল ...
    কিন্তু আজ সে কেবলই স্মৃতি ...
    • কবি মোঃ ইকবাল ০৯/০৫/২০১৪
      আমার স্মৃতি এখনো আমাকে ছাড়ে নি,আর দোয়া করবেন যেন না ছাড়ে আমাকে।
      i love Smrity.
 
Quantcast