আমার ছেলেবেলা
ফিরে যেতে চাই আমি আবারো
আমার ছেলেবেলায়,
মগ্ন থাকতে চাই আমি আমার
ডাংগুলির খেলায়।
শৈশব পার করেছিলাম বাড়ির ঐ
সুবিশাল উঠানে,
বাদল দিনে আম কুড়িয়েছি কত
কঠিন ঝড়-তুফানে।
হাটি হাটি পা ফেলে চলে যেতাম
ক্লাস করবো বলে,
বাবার কাছ থেকে টাকা চাইতাম
মার্বেল কিনবো বলে।
কৈশোর পার করেছি কত না
দুষ্টুমি আর ফাজলামিতে,
সকাল-সন্ধ্যা বিলের মাঠে কাটিয়েছি
বন্ধুরা সবাই একসাথে।
বিকেল হলেই ব্যাট-বল নিয়ে
চলে যেতাম মাঠে,
বর্ষায় ফুটবল খেলেছিলাম কত
ফাঁকি দিয়ে পাঠে।
শৈশব-কৈশোর পার করেছি আমার
কতই না আনন্দের মাঝে,
এখন সময় যেন শুধুই দুর্বিষহের
কাটেনা ক্ষণ কোনো কাজে।
আমার ছেলেবেলায়,
মগ্ন থাকতে চাই আমি আমার
ডাংগুলির খেলায়।
শৈশব পার করেছিলাম বাড়ির ঐ
সুবিশাল উঠানে,
বাদল দিনে আম কুড়িয়েছি কত
কঠিন ঝড়-তুফানে।
হাটি হাটি পা ফেলে চলে যেতাম
ক্লাস করবো বলে,
বাবার কাছ থেকে টাকা চাইতাম
মার্বেল কিনবো বলে।
কৈশোর পার করেছি কত না
দুষ্টুমি আর ফাজলামিতে,
সকাল-সন্ধ্যা বিলের মাঠে কাটিয়েছি
বন্ধুরা সবাই একসাথে।
বিকেল হলেই ব্যাট-বল নিয়ে
চলে যেতাম মাঠে,
বর্ষায় ফুটবল খেলেছিলাম কত
ফাঁকি দিয়ে পাঠে।
শৈশব-কৈশোর পার করেছি আমার
কতই না আনন্দের মাঝে,
এখন সময় যেন শুধুই দুর্বিষহের
কাটেনা ক্ষণ কোনো কাজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৮/০৫/২০১৪
-
শারমিনা মাহমুদ ০৮/০৫/২০১৪Fine
thik tai !