মা আমার স্বর্গ
দশ মাস দশ দিন কতটা কষ্টে
গর্ভে রেখেছিলে আমায়,
কত যন্ত্রনা আর গর্ভব্যথা তুমি
সহ্য করেছিলে হায়।
ভূমিষ্ঠ আমি যখন এই পৃথিবীতে
তুমি ব্যথায় জ্ঞানহত,
যন্ত্রনা ভুলে জড়িয়ে নিলে আঁচলে
দিয়ে হৃদয়ের মায়া শত।
বারে বারে ভিজিয়েছি বিছানাপত্র
করেছি কাঁথাগুলো নষ্ট,
ভেজায় থেকে শুকনোয় রেখেছো আমায়
করে আপন নিদ্রা বিনষ্ট।
রাখোনি চোখের আড়ালে আমায়
কাঁদবো বলে ভয়ে,
কোলেতে রেখে ঘুম পাড়িয়েছো
ঘুমপাড়ানির গান গেয়ে।
মাগো তোমার একফোঁটা দুধের ঋণ
পরিশোধ্য নয় এ জীবনকালে,
তোমার মাঝেই স্বর্গ সুখের ঠিকানা
বেহেশত তোমার পদতলে।
ক্ষমা করো মাগো আপন মনে তুমি
দিয়েছি দুঃখ মনের ভুলে,
বিধাতার কাছে ফরিয়াদ করে যাই
দেহান্ত হয় যেন তোমার কোলে।
গর্ভে রেখেছিলে আমায়,
কত যন্ত্রনা আর গর্ভব্যথা তুমি
সহ্য করেছিলে হায়।
ভূমিষ্ঠ আমি যখন এই পৃথিবীতে
তুমি ব্যথায় জ্ঞানহত,
যন্ত্রনা ভুলে জড়িয়ে নিলে আঁচলে
দিয়ে হৃদয়ের মায়া শত।
বারে বারে ভিজিয়েছি বিছানাপত্র
করেছি কাঁথাগুলো নষ্ট,
ভেজায় থেকে শুকনোয় রেখেছো আমায়
করে আপন নিদ্রা বিনষ্ট।
রাখোনি চোখের আড়ালে আমায়
কাঁদবো বলে ভয়ে,
কোলেতে রেখে ঘুম পাড়িয়েছো
ঘুমপাড়ানির গান গেয়ে।
মাগো তোমার একফোঁটা দুধের ঋণ
পরিশোধ্য নয় এ জীবনকালে,
তোমার মাঝেই স্বর্গ সুখের ঠিকানা
বেহেশত তোমার পদতলে।
ক্ষমা করো মাগো আপন মনে তুমি
দিয়েছি দুঃখ মনের ভুলে,
বিধাতার কাছে ফরিয়াদ করে যাই
দেহান্ত হয় যেন তোমার কোলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪
পরিশোধ্য নয় এ জীবনকালে,
তোমার মাঝেই স্বর্গ সুখের ঠিকানা
বেহেশত তোমার পদতলে। "
খুবই সুন্দর , সত্যি এই কবিতাটির উপযুক্ত মন্তব্য আমার জানা নেই।
শুভেচ্ছা রইল কবি ।