www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্ম নিয়ে বিবাদ

কেউ বলি আল্লাহ্,কেউ বলি ভগবান
তিনি অদ্বিতীয়,তিনি মহান,
তিনি নিরাকার, তিনি সর্ব জগৎ-মালিক
আমরা তার অশেষ মেহেরবান।

কারো ধর্ম ইসলাম,কারো হিন্দু কিংবা বৌদ্ধ
কারো আবার খ্রিষ্টান,
সবাই যে আমরা সৃষ্টি ঐ একমাত্র স্রষ্টার
আমরা এই জগতের মেহমান।

তবে কেনো এই যুদ্ধ?,কেনো এই বিভেদ?
কেনো ধর্ম নিয়ে কলহ?
কেনো এই বড়াই?,কেনো এই হুঙ্কার?
কেনো এই রক্তের প্রবাহ?

ধর্ম নিয়ে আর চাইনা কোনো রণক্ষেত্র
বন্ধু করে নাও সবাইকে,
নিজ নিজ ধর্মে থেকেই সম্মান করো
সকল ধর্মের মানুষকে।

ধর্মের প্রতি অগাধ বিশ্বাস আর দৃঢ়তা
রাখো নিজ অন্তরে সবাই,
ধর্ম বিরোধের বেড়াজাল ছিঁড়ে এবার চলো
নতুন বন্ধনে জগৎটা সাজাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জোছনা ভেজা মন ০৭/০৫/২০১৪
    খুব ভালো লাগলো আপনার কবিতা
  • পল্লব ০৬/০৫/২০১৪
    সুন্দর করে বলেছেন সাম্যবাদের কথা এই কবিতায়। যে যার ধর্মের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়েই একে অপরকে সম্মান করে চলতে হবে পাশাপাশি।
  • এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪
    protidin 1 ti kora lekha dila valo hoto apnar
  • এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪
    a kobita ki apnar lekha
 
Quantcast