কলিযুগের ভালোবাসা
ভালোবাসা হলো এক পবিত্র বন্ধন
বিধাতার অশেষ দান,
ভালোবাসা প্রতিটি মনুষ্যজাতির মাঝে
ভাবের আদান-প্রদান।
আজ ভালোবাসার পবিত্রতা কোথাও নেই
আছে শুধুই নোংরামি,
ভালোবাসার মর্ম না বুঝে আজ ছেড়েছে
কত স্ত্রী তার স্বামী।
ভালোবাসা যেন হয়ে গেলো এই সমাজে
সস্তার বাজারের পণ্য,
কারো কাছে এই নোংরামিটাই ভালো
এতেই তারা যেন ধন্য।
কলিযুগের এই ভালোবাসা যেন আজ
সকলের কাছেই সমাদৃত,
এই ভালোবাসা আর কত ক্ষুন্ন করবে
প্রকৃত ভালোবাসার অমৃত?
মনে রেখো এই ভালোবাসাই জীবন
আবার কখনো মরনের কারন,
জীবন-সংসারে ভালোবাসার মূল্য অসীম
হয় অনাবিল সুখের বাহন।
ভালোবাসাকে নিয়ে আর কত খেলা?
আর কত অপকর্ম?
ভালোবাসার ভাবমূর্তি রক্ষা করাই হোক
প্রতিটি মানবজাতির ধর্ম।
বিধাতার অশেষ দান,
ভালোবাসা প্রতিটি মনুষ্যজাতির মাঝে
ভাবের আদান-প্রদান।
আজ ভালোবাসার পবিত্রতা কোথাও নেই
আছে শুধুই নোংরামি,
ভালোবাসার মর্ম না বুঝে আজ ছেড়েছে
কত স্ত্রী তার স্বামী।
ভালোবাসা যেন হয়ে গেলো এই সমাজে
সস্তার বাজারের পণ্য,
কারো কাছে এই নোংরামিটাই ভালো
এতেই তারা যেন ধন্য।
কলিযুগের এই ভালোবাসা যেন আজ
সকলের কাছেই সমাদৃত,
এই ভালোবাসা আর কত ক্ষুন্ন করবে
প্রকৃত ভালোবাসার অমৃত?
মনে রেখো এই ভালোবাসাই জীবন
আবার কখনো মরনের কারন,
জীবন-সংসারে ভালোবাসার মূল্য অসীম
হয় অনাবিল সুখের বাহন।
ভালোবাসাকে নিয়ে আর কত খেলা?
আর কত অপকর্ম?
ভালোবাসার ভাবমূর্তি রক্ষা করাই হোক
প্রতিটি মানবজাতির ধর্ম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্যামেন্দু ২৯/১২/২০১৫
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪অবশ্যই একমত আপনার সাথে। বেশ সুন্দর ভাবে সত্য কথাগুলো লিখেছেন। সুপার লাইক।
-
এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪valobasha
-
আবুল বাশার শেখ ০৫/০৫/২০১৪ক িল যুগ আস েল িক?
এই কথাটি সম্পূর্ণ মানতে পারলাম না দাদা
মাফ করবেন।