কে তুমি
ভোরের বকুল ছড়ানো পথ বাতাসের ডাকে
সাঁঝে গোধূলীর রঙ নিয়ে চলে গেছে দূরে ।
পাখিপথে উড়ে গেল পাখি কোথা সে যায়,
মেঠোপথ চুপচাপ চলে কোন খেয়ালে
যাচ্ছ হেঁটে আপন মনে গুনগুনিয়ে
তুমি কোন কাজল গায়ের মায়াবতী?
বনের ধারে কাঁঠালচাঁপা গন্ধমাখা পথ
নাতিদূরে মায়াপাহাড় জুম পুড়ানো ক্ষেত,
ভালোবাসা রোয়ে দিচ্ছে চিবুক ঝরানো ঘাম
দুঃখ পুড়িয়ে পুড়িয়ে সে ফোটায় জীবনপদ্ম ।
দিগন্তের ক্যানভাসে দেখি দূর আদিবাসী গ্রাম;
তুমি কী চিম্বুক পাহাড়ের আদিবাসী মেয়ে ?
মৃয়মান অন্ধকার লাবনীর চরে সমুদ্র মাতম
জলের প্রহারে নিরন্তর ভাঙ্গছে মায়াঘর
অবাঞ্ছিত দুঃখরা বাসা বুনে ঝিনুকের খোলসে ।
উড়ে আসে খাপখোলা হাওয়ার তলোয়ার
পলকে দেখেছি বিনাশ হতে বালু-ভাস্কর্য ;
তুমি ঝিনুকবালা নাকি প্রবাল-সুন্দরী ?
সাঁঝে গোধূলীর রঙ নিয়ে চলে গেছে দূরে ।
পাখিপথে উড়ে গেল পাখি কোথা সে যায়,
মেঠোপথ চুপচাপ চলে কোন খেয়ালে
যাচ্ছ হেঁটে আপন মনে গুনগুনিয়ে
তুমি কোন কাজল গায়ের মায়াবতী?
বনের ধারে কাঁঠালচাঁপা গন্ধমাখা পথ
নাতিদূরে মায়াপাহাড় জুম পুড়ানো ক্ষেত,
ভালোবাসা রোয়ে দিচ্ছে চিবুক ঝরানো ঘাম
দুঃখ পুড়িয়ে পুড়িয়ে সে ফোটায় জীবনপদ্ম ।
দিগন্তের ক্যানভাসে দেখি দূর আদিবাসী গ্রাম;
তুমি কী চিম্বুক পাহাড়ের আদিবাসী মেয়ে ?
মৃয়মান অন্ধকার লাবনীর চরে সমুদ্র মাতম
জলের প্রহারে নিরন্তর ভাঙ্গছে মায়াঘর
অবাঞ্ছিত দুঃখরা বাসা বুনে ঝিনুকের খোলসে ।
উড়ে আসে খাপখোলা হাওয়ার তলোয়ার
পলকে দেখেছি বিনাশ হতে বালু-ভাস্কর্য ;
তুমি ঝিনুকবালা নাকি প্রবাল-সুন্দরী ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৮/২০১৪ভাল লাগল কবি !
-
পিয়ালী দত্ত ১৪/০৮/২০১৪সুন্দর
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৪/০৮/২০১৪বেশ ভাল হয়েছে।
-
আহমাদ সাজিদ ১৪/০৮/২০১৪বেশ সুন্দর।