www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গভীর ভালােবাসা

আমার বুকের সামান্য ভালােবাসা---
দেয় যদি তােমার বুকে ঢেলে ,
সারাজীবনেও উঠতে পারবেনা তুমি , সাঁতার কেটে !


ক্লান্তিময় সারা শরীরে---
ঘাম ঝরে যায় চির বহমান নদীর স্রোতে ।
উষ্ণ তনু শীতল করতে যে সমীরণ লাগবে ,
সেটা তুমি কোথায় পাবে ? এসাে তুমি আমার কাছে ।


আমার বুকে যে সমীরণ বহিছে---
সেটা যদি তুমি অনুভব করতে পারতে ,
ধরণীর শেষ প্রান্ত থেকে আমার প্রেমে পড়ে যেতে !


বুক ভরা ভালােবাসার গভীর জলে---
যাও যদি পড়ে কোনাে একদিনে ,
সাঁতার কেটেও তুমি পাবেনা কূল আজীবনে ।


ডানা মেলা মুক্ত বিহঙ্গের মতাে---
আছে যতাে ছােট - বড় স্বপ্নগুলাে ,
নির্ভয়ে তুমি শুধু আমাকে বলাে ।
আমার ভালােবাসায় শুধু তােমাকে উড়িয়ে নিয়ে যাবাে !


আমার প্রেমে তুমি যদি প্রজাপতি দেখ---
কোন রংটি পছন্দ হবে সেটা বলে দিয়াে ,
নীল আকাশে পাড়ি দিয়ে তােমায় ধরে দিবাে ।
ইচ্ছা তােমার পূরণ করিবাে , আছে তােমার যতাে !


রৌদেলা আকাশের পৃথিবী তুমি ,
চৈত্রের দিনে খরা---
বৈশাখের দিনে যতোই ফাঁড়া , ফেঁড়ে যাক না !
তােমার আমার ভালােবাসায় কেউ বাধা হবে না ।


আবহাওয়া মান বৈচিত্রগুলি যতাে খারাপ থাকুক ,
আমার প্রেম তােমার বুকে যেন বসন্ত হয়ে আসুক ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লেখা।
  • ফয়জুল মহী ১৫/০২/২০২০
    মনোমুগ্ধকর উপস্থাপন,
  • খুব সুন্দর
  • খুব ই ভালো ।
 
Quantcast