www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা

তুমি বাংলার স্বাধীনতার মহা বলো বীর,
হাজারো মায়ের মুছে দিয়েছো চোখের নীর ।
বাংলার মানুষের মুক্তি লাভের জন্য,
পিছোপা হওনি তুমি কখনো ।


মহান স্বাধীনতার প্রতিক তুমি,
উজ্জ্বল রাষ্ট্রের প্রদীপ তুমি ।
বলিষ্ঠ বজ্রকন্ঠে স্বাধীনতার মহান ধ্বনি,
প্রতিটি মানুষের বুকে স্থান করে নিয়েছিলো তখনি ।


স্বাধীনতার মহান ডাকে,
শতো স্তূপ ভেঙে-বাঁধ ছিন্ন করে এসেছিলো তোমার কাছে ।
বুকের তাজা রক্ত ঢেলে দিতে হলেও দিবো মোরা,
এমনি প্রস্তুতি নিয়েছিলো তারা ।


এ দিকে তোমার এক বুক স্বপ্ন ভরা,
বাংলার স্বাধীনতা পাবো যে কবে মোরা!
দুঃখের বিজয়- বড় ব্যথার মহান স্বাধীনতা,
এই সব ভুলে গিয়ে আনন্দো-উল্লাসে উদযাপন করবো মোরা ।


তুমি স্বাধীনতা, তুমি বিদ্রোহীতা, তুমি জাতির উদারতা।
তোমার উদারতায় তুমি বঙ্গবন্ধু,
কিন্তু স্বাধীনতা অর্জনের পরেও রয়ে গেছে কিছু শত্রু ।
রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীনতা,
এটা কোনো দুশমনের দেশ হতে পারেনা ।
কারণ তোমার ডাকে আজকের স্বাধীনতা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast