www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাটক-প্রমের প্রস্থান ( দৃশ্য-৮ )

চরিত্রঃ ছোঁয়া, সোলেমান (ভার্সিটির কর্মচারী), বুয়া
স্থানঃ ঢাকা ভার্সিটি ও বনশ্রী (রামপুরা)
সময়: সকাল 10 টা
কাহিনীঃ
{পূর্বের কথা অনুযায়ী ছোঁয়া ঢাকা ভার্সিটির ভিতরে সোলেমানমিয়ার সাথে দেখা করতে এলো।}
সোলেমানঃ মা তুমি এসেছো ভাল হয়েছে।তোমার কথাই
মনে হয় সত্য
ছোঁয়াঃ কেন আঙ্কেল কি হয়েছে।
সোলেমানঃ না বলছি যে সেদিন তুমি যাওয়ার পর সোহান
আসছিল
ছোঁয়াঃ তারপর
সোলেমানঃ ও তোমার ব্যাপারে জানতে চাইল মেয়েটি কে
ছোঁয়াঃ আপনি কি বললেন
সোলেমানঃ কি আর বলব ওর কথায় আমার ভীষণ সন্দেহ
হল তাই তোমার আসল
পরিচয় না বলে আমার মেয়েতুমি তাই বলছিলাম
ছোঁয়াঃ ধন্যবাদ আপনাকে।
সোলেমানঃ ধন্যবাদ কেন মা যেহেতু তোমাকে মেয়ে বলে
স্বীকার করেছি এতটুকু উপকার
করবনা তোমার
ছোঁয়াঃ আমার মনে হয় ও ঠিকই আমাকে চিনতে পেরেছিল
সেদিন।কিন্তু ওর সাথের
মেয়েটি কে
সোলেমানঃ তা আমি বলতে পারবনা মা।আমি চালাকী করে
ওর বাসার ঠিকানা
নিয়েছি।আর দেরী না করে যত সম্ভব বাসায় যোগাযোগ
কর।এই নাও ওর ঠিকানা….
{সোলেমানমিয়া ছোঁয়ার হাতে সোহানের ঠিকানা তুলে দিয়ে বনশ্রী যাওয়ার লোকেশন বলে ছেড়ে দিবে।ছোঁয়া এক বুক আশা নিয়ে সোহানের বাসার উদ্দেশ্য রওয়ানা দিবে।}
{এদিকে জেমির পরিবার বিমান বন্দরে যাবে জেমির বাবাকে রিসিভ করার জন্য।ছোঁয়া সোহানের বাসায় গিয়ে কাউকে না পেয়ে কাজের বুয়ার সাথে কথা বলবে}
বুয়াঃ (ছোঁয়া কলিংবেল বাজালে কাজের বুয়া গেইট
খুলবে) কে তুমি
ছোঁয়াঃ এইটা কি হুমায়ন সাহেবের বাসা
বুয়াঃ হয়।কিন্তু আপনে কে।
ছোঁয়াঃ মা আমি আপনার মেয়ের সমান।আমাকে আপনি
নাম ধরে বললেই হবে।
বুয়াঃ তোমারে আমি চিনিনা জানিনা….
ছোঁয়াঃ আপনি আমাকে চিনবেন না। সাহেব আমাকে চিনে।
আমি সাহেবের সাথে কথা
বলব।আপনি উনাকে একটু ডেকে দিন
বুয়াঃ সাহেবতো বিদেশ থাকে।আজকে হ্যার আসার
কথাগো।ছোট সাহেব বড় সাহেবকে
ইয়ার পোডে আনতে গেছে।
ছোঁয়াঃ (একটু থমকে যেয়ে) ও তাই।আচ্ছা খালা ছোট
সাহেবের নামটা যেন কি ভুলে
গেছি।
বুয়াঃ ছোট সাহেবের নাম জানোনা তুমি
ছোঁয়াঃ না জানতাম ভুলে গেছি
বুয়াঃ ছোহান ছোহান।আচ্ছা তুমি বস ।তোমারে আমি চা দেই
ছোঁয়াঃ না খালা আপনাকে কষ্ট করতে হবেনা ।আপনি যদি
আমার একটু উপকার করেন
তাহলে…
বুয়াঃ কি কও
ছোঁয়াঃ আচ্ছা খালা উনারা এয়ারপোর্ট থেকে কখন ফিরবেন
বুয়াঃ এইডা আমি কইতে পারমুনা।কিছু কইতে হইবে।
আমারে কও আমি সাহেবরা আইলে কমু
ছোঁয়াঃ (ছোঁয়া বুয়ার হাতে একশ টাকা দিয়ে বলবে) খালা
পান খাইয়েন।আপনার কিছু বলতে হবেনা।শুধু ছোট সাহেব
বাসায় ফিরলে আমাকে
একটু ফোনে জানাবেন।আমি আশে পাশে আছি।

(চলবে)
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast