নাটক-প্রমের প্রস্থান (দৃশ্য-৭)
চরিত্রঃ ছোঁয়া, সোনামিয়,তুলি,সোলেমান(ভার্সিটির
কর্মচারী)
স্থানঃ ঢাকা ভার্সিটি
সময়: সকাল 11 টা
কাহিনীঃ
{সোলেমান চাচার কথামত ছোঁয়া তুলিকে নিয়ে ভার্সিটির অনুষ্ঠানে হাজির হবে}
ছোঁয়াঃ আঙ্কেল কেমন আছেন
সোলেমানঃ হ্যাঁ মা ভাল আছি, বদমাইসটার কোন খোঁজ
পেয়েছো মা
ছোঁয়াঃ না আঙ্কেল
সোলেমানঃ তুমি চিন্তা করনা,লোকজন আসা শুরু করেছে
তুমি এখানে চুপ করে
বস।ওকে দেখলে চিনবেনা তুমি
ছোঁয়াঃ হ্যাঁ চিনব
সোলেমানঃ আচ্ছা ঠিক আছে এখানেই অপেক্ষা কর
তুলিঃ আপু আমার ভয় করছে
ছোঁয়াঃ কেনরে! কিসের ভয়! আমরা আছিনা
সোলেমানঃ তুমি খাবে কিছু
তুলিঃ না আমি বাসায় যাব
{সোলেমান তুলির জন্য দোকান থেকে চিপস্ আনতে যাবে ।ঠিক এ সময়ে সোনামিয়া গাড়ী থেকে নামবে সাথে মর্ডাণ হ্যান্ডসাম একটি মেয়ে ।ছোঁয়া অবাক দৃষিটতে সোনামিয়ার দিকে তাকিয়ে থাকবে।ওরা হলে প্রবেশ করবে ।এমন সময় সোলেমান চলে আসবে।}
সোলেমানঃ কি মা কি হয়েছে।তোমাকে এমন লাগছে
কেন?
ছোঁয়াঃ আঙ্কেল!
সোলেমানঃ বল বল! কেউ কিছু বলেছে
ছোঁয়াঃ না
সোলেমানঃ তাহলে কি হয়েছে বলবেতো
ছোঁয়াঃ না বলছি যে সোনামিয়া ভিতরে ঢুকছে
সোলেমানঃ বেশতো! কথা হয়েছে তোমার
ছোঁয়াঃ না ।ওর সাথে একজন শহরের মেম সাহেব ছিল
সোলেমানঃ তাতে কি ।বোকা মেয়ে! হয়ত ওর ক্লাশমেট
হবে।
ছোঁয়াঃ না কাকা আমার মন বলছে অন্য কোন ব্যাপার
আছে।
{সোলেমান ছোঁয়া ও তুলিকে নিয়ে হলের ভিতরে ঢুকবে ।ছোঁয়া এদিক ওদিক তাকিয়ে সোনামিয়াকে দেখে সোলেমানকে বলবে।পরে সোলেমান ওদের কে নিয়ে বের হয়ে আসবে।}
সোলেমানঃ এ তোমার সোনামিয়া।এতো সোহান ।খুব
মেদাবী ছাত্র।সবাই পছন্দ করে
ওকে।মা তুমি ভুল করছো।তোমার কোথায়ও ভুল হয়েছে।
ছোঁয়াঃ না আঙ্কেল আমি কোন ভুল করিনি।এটাই আমার
সোনামিয়া
{ছোয়া কথা বলতে বলতে কেদেঁ দিবে।সোলেমান মিয়া ছোঁয়াকে সান্ত্রনা দিবে এবং ভিরভির করে কি যেন বলবে ।তখন ছোঁয়া ও তুলি বাসার দিকে চলে যাবে।}
{এদিকে ছোঁয়া চলে যাওয়ার পর সোহান সোলেমান মিয়ার কাছে আসবে}
সোহানঃ আঙ্কেল আপনার এখানে একটি মেয়ে দেখলাম
কে মেয়েটা?
সোলেমানঃ (একটু চালাকী করে বলবে) আমার মেয়ে
বাবা ।আমার কাছে আসছিল
সোহানঃ ও তাই বলেন
সোলেমানঃ (সোলেমান মিয়ার একটু সন্দেহ হল) কেন
বাবা কিছু হয়েছে।
সোহানঃ না কি হবে।
সোলেমানঃ আঙ্কেলের বাসানা বাড্ডাতে
সোহানঃ না আমিতো বনশ্রীতে সি ব্লকে থাকি
সোলেমানঃ আমার ভাগিনারাতো সি ব্লকে আছে।তোমারা
কত নম্বারে।আমিতো
মাঝেমাঝে যাই।এবার গেলে কিন্তু ঘুরে আসব ।আসলে
বাসার না….
সোহানঃ আচ্ছা ঠিক আছে।আমি এডরেস লিখে দিচ্ছি ।
{সোহান তার ফোন নম্বর এবং ঠিকানা লিখে দিবে।}
সোলেমানঃ ঠিক আছে বাবা সুযোগ হলে ঘুরে আসব
সোহানঃ আচ্ছা আঙ্কেল আমি গেলাম
(চলবে)
কর্মচারী)
স্থানঃ ঢাকা ভার্সিটি
সময়: সকাল 11 টা
কাহিনীঃ
{সোলেমান চাচার কথামত ছোঁয়া তুলিকে নিয়ে ভার্সিটির অনুষ্ঠানে হাজির হবে}
ছোঁয়াঃ আঙ্কেল কেমন আছেন
সোলেমানঃ হ্যাঁ মা ভাল আছি, বদমাইসটার কোন খোঁজ
পেয়েছো মা
ছোঁয়াঃ না আঙ্কেল
সোলেমানঃ তুমি চিন্তা করনা,লোকজন আসা শুরু করেছে
তুমি এখানে চুপ করে
বস।ওকে দেখলে চিনবেনা তুমি
ছোঁয়াঃ হ্যাঁ চিনব
সোলেমানঃ আচ্ছা ঠিক আছে এখানেই অপেক্ষা কর
তুলিঃ আপু আমার ভয় করছে
ছোঁয়াঃ কেনরে! কিসের ভয়! আমরা আছিনা
সোলেমানঃ তুমি খাবে কিছু
তুলিঃ না আমি বাসায় যাব
{সোলেমান তুলির জন্য দোকান থেকে চিপস্ আনতে যাবে ।ঠিক এ সময়ে সোনামিয়া গাড়ী থেকে নামবে সাথে মর্ডাণ হ্যান্ডসাম একটি মেয়ে ।ছোঁয়া অবাক দৃষিটতে সোনামিয়ার দিকে তাকিয়ে থাকবে।ওরা হলে প্রবেশ করবে ।এমন সময় সোলেমান চলে আসবে।}
সোলেমানঃ কি মা কি হয়েছে।তোমাকে এমন লাগছে
কেন?
ছোঁয়াঃ আঙ্কেল!
সোলেমানঃ বল বল! কেউ কিছু বলেছে
ছোঁয়াঃ না
সোলেমানঃ তাহলে কি হয়েছে বলবেতো
ছোঁয়াঃ না বলছি যে সোনামিয়া ভিতরে ঢুকছে
সোলেমানঃ বেশতো! কথা হয়েছে তোমার
ছোঁয়াঃ না ।ওর সাথে একজন শহরের মেম সাহেব ছিল
সোলেমানঃ তাতে কি ।বোকা মেয়ে! হয়ত ওর ক্লাশমেট
হবে।
ছোঁয়াঃ না কাকা আমার মন বলছে অন্য কোন ব্যাপার
আছে।
{সোলেমান ছোঁয়া ও তুলিকে নিয়ে হলের ভিতরে ঢুকবে ।ছোঁয়া এদিক ওদিক তাকিয়ে সোনামিয়াকে দেখে সোলেমানকে বলবে।পরে সোলেমান ওদের কে নিয়ে বের হয়ে আসবে।}
সোলেমানঃ এ তোমার সোনামিয়া।এতো সোহান ।খুব
মেদাবী ছাত্র।সবাই পছন্দ করে
ওকে।মা তুমি ভুল করছো।তোমার কোথায়ও ভুল হয়েছে।
ছোঁয়াঃ না আঙ্কেল আমি কোন ভুল করিনি।এটাই আমার
সোনামিয়া
{ছোয়া কথা বলতে বলতে কেদেঁ দিবে।সোলেমান মিয়া ছোঁয়াকে সান্ত্রনা দিবে এবং ভিরভির করে কি যেন বলবে ।তখন ছোঁয়া ও তুলি বাসার দিকে চলে যাবে।}
{এদিকে ছোঁয়া চলে যাওয়ার পর সোহান সোলেমান মিয়ার কাছে আসবে}
সোহানঃ আঙ্কেল আপনার এখানে একটি মেয়ে দেখলাম
কে মেয়েটা?
সোলেমানঃ (একটু চালাকী করে বলবে) আমার মেয়ে
বাবা ।আমার কাছে আসছিল
সোহানঃ ও তাই বলেন
সোলেমানঃ (সোলেমান মিয়ার একটু সন্দেহ হল) কেন
বাবা কিছু হয়েছে।
সোহানঃ না কি হবে।
সোলেমানঃ আঙ্কেলের বাসানা বাড্ডাতে
সোহানঃ না আমিতো বনশ্রীতে সি ব্লকে থাকি
সোলেমানঃ আমার ভাগিনারাতো সি ব্লকে আছে।তোমারা
কত নম্বারে।আমিতো
মাঝেমাঝে যাই।এবার গেলে কিন্তু ঘুরে আসব ।আসলে
বাসার না….
সোহানঃ আচ্ছা ঠিক আছে।আমি এডরেস লিখে দিচ্ছি ।
{সোহান তার ফোন নম্বর এবং ঠিকানা লিখে দিবে।}
সোলেমানঃ ঠিক আছে বাবা সুযোগ হলে ঘুরে আসব
সোহানঃ আচ্ছা আঙ্কেল আমি গেলাম
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০১/২০১৯ভালো