www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাটক-প্রেমের প্রস্থান (দৃশ্য-৩)

দৃশ্য-৩
চরিত্রঃ সোনামিয়া ও ছোঁয়া
স্থানঃ পাশের গ্রাম
সময়ঃ পরন্ত বিকেল।
কাহিনীঃ
{সোনামিয়া সরু একটি খালের কিনারায় বসে বসে ছোঁয়ার জন্য অপেক্ষা করতে থাকবে।নির্ধারিত সময় পার হয়ে গেলে সোনামিয়া অস্থির হয়ে যাবে।সোনা মিয়া যখন ফিরে যাওয়ার জন্য উঠে দাড়াঁবে ঠিক মুহূর্তে ছোঁয়া সিনেমার নায়িকার মত রিকশা থেকে নিচে নামবে। ছোঁয়াকে দেখে সোনামিয়া অবাক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে থাকবে।ঠিক তখনই ছোঁয়ার ডায়লোক}

ছোঁয়াঃ আপনি কি শুধু তাকিয়ে থাকবেন না কিছু বলবেন?
সোনামিয়াঃ ও সরি! আমিতো ভুলেই গেছি যে, তুমি
এসেছো
ছোঁয়াঃ এখানেই দাঁড়িয়ে থাকবেন না কোথাও যাবেন?

{সোনামিয়া ছোঁয়ার হাত ধরে-}

সোনামিয়াঃ চল
মালাঃ কোথায়?
সোনামিয়াঃ কোথায় আর,খালের কিনারায় গিয়ে বসি।

{একটু এগিয়ে দু’জন গিয়ে খালের কিনারায় ঘাসের উপর বসবে, পথিকেরা তাকিয়ে তাকিয়ে ওদের দু’জন কে দেখবে}
ছোঁয়াঃ আমার কিন্তু ভীষণ ভয় করছে!
সোনামিয়াঃ কেন?
ছোঁয়াঃ লোকজন আমাদেরকে ফলো করছে
সোনামিয়াঃ তাতে কি?প্রেম এমন এক দাবানল যা সকল
বাঁধা উপেক্ষা করে নিজ
গন্তব্যে এগোবেই।কে কি ভাবছে সেদিকে খেয়াল করে
লাভ নেই
ছোঁয়াঃ জীবনে প্রেম আসতে না আসতেই দেখি পাকা
প্রেমিক পুরুষ হয়ে গেলেন।
সোনা মিয়াঃ দেখতে হবেনা কার সাথে প্রেম করছি।
ছোঁয়াঃ আচ্ছা বলেনতো এত সুন্দর সুন্দর মানুষ বাদ
দিয়ে…………
{ছোঁয়ার কথা শেষ হতে না হতেই সোনামিয়া-}
সোনামিয়াঃ তুমি আমার চোঁখে একটি নতুন পৃথিবী।
ছোঁয়াঃ তাই?
সোনামিয়াঃ শুধু তাই না আমার প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসে
শুধু তুমি
ছোঁয়াঃ আপনি তো ঢাকা চলে যাবেন তখন……………
সোনামিয়াঃ তুমি একদম কিছু ভেবনা।আমি ভার্সিটিতে
ভর্তি হয়ে তোমাকে ঢাকা
নিয়ে আসব।তোমার এস এস সি টা তো শেষ করো।

{ছোঁয়া এবার সোনামিয়া কে আপনি থেকে তুমি বলে সন্মোধন শুরু করবে}

ছোঁয়াঃ তুমি ঢাকা চলে গেলে আমার আর পরীক্ষা দেওয়া
হবেনা।
সোনামিয়াঃ কেন? পরীক্ষা দেওয়া হবেনা কেন?
ছোঁয়াঃ তোমাকে ছাড়া আমার লেখাপড়া হবেনা
সোনামিয়াঃ এভাবে বলোনাতো ভাই
ছোঁয়াঃ তাহলে প্রোমিজ কর
সোনামিয়াঃ কি প্রোমিজ করব বল
ছোঁয়াঃ ঢাকা গিয়ে তুমি আবার কারো প্রেমে
পরবা………………………..

{সোনামিয়া ছোঁয়ার মুখে নিজের হাত দিয়ে কথা বন্ধ করে দিবে}

সোনামিয়াঃ দ্যাখ তোমাকে ছূইয়ে দিব্যি দিলাম।
ছোঁয়াঃ ঠিক যেন কথাটা মাথায় থাকে।কিছু শুনলে সাথে
সাথে সুইসাইড করব

{ছোঁয়া ইমোশনাল হয়ে গেলে সোনামিয়া ছোঁয়ার হাত ধরে বসা থেকে উপরে তুলবে এবং দু’জন খালের কিনার দিয়ে হাটঁতে হাটতে লোকালয়ের দিকে আসবে।সূর্য্য প্রায় ড়ুবু ডুবু ।তখন দু’জন একটি রিকশা নিয়ে নিজ গ্রামের দিকে রওয়ানা হবে।ছোঁয়ার বাড়ির কাছাকাছি এসে রিকসা থামাবে।ছোঁয়া রিকশা থেকে নেমে সোনামিয়ার কাছ থেকে বিদায় নিবে}
সোনামিয়াঃ এখনই চলে যাবে।আর কিছুক্ষণ থাকনা!
ছোঁয়াঃ সন্ধ্যা হয়ে গেছে ।আমাকে এখনই বাড়ি ফিরতে
হবে
সোনামিয়াঃ আবার কখন দেখা হচ্ছে তাহলে?
ছোঁয়াঃ এভাবে দেখা করলে ধরা পড়ে যাব
সোনামিয়াঃ আচ্ছা ফোন খোলা রাখিও
ছোঁয়াঃ ওকে বাই!
{ছোঁয়া একদিকে এবং সোনা মিয়া রিকশা নিয়ে অন্য দিকে চলে যাবে}

(চলবে-)
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৫৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Good.
  • পড়ছি।
 
Quantcast