কাঁদতে চাই
কত কেঁদেছি আমি,আরো কাঁদতে চাই
কেঁদেছি কত অভাবে কখনও স্বভাবে
কেঁদেছি কত বিরহের আবেগে
কারণে অকারণে বারবার কেঁদেছি
চাপা কান্না-নিরবে নিবৃত্তে ।
এখন আর কাঁদতে পারিনা
আমার কান্নার রং বদলে গেছে
কান্না বেজা চোখে এখন আর
অশ্রু ঝরেনা,শুধু ধোঁয়া বেরুয় ।
আমার কান্নার সুরও বদলে গেছে
আমি আমার কান্নার সুরে স্পষ্ঠ
কবিতা আবৃত্তির ধ্বণি শুনতে পাই
আমি চাইনা হারাতে কান্নার স্বাধ
দু’চোখের জলে আছে একরাশ সান্ত্রনা
আমি কান্নার মধ্যেই বাঁচতে চাই।
রচনাকালঃ 12/8/2018
রামপুরা,ঢাকা ।
কেঁদেছি কত অভাবে কখনও স্বভাবে
কেঁদেছি কত বিরহের আবেগে
কারণে অকারণে বারবার কেঁদেছি
চাপা কান্না-নিরবে নিবৃত্তে ।
এখন আর কাঁদতে পারিনা
আমার কান্নার রং বদলে গেছে
কান্না বেজা চোখে এখন আর
অশ্রু ঝরেনা,শুধু ধোঁয়া বেরুয় ।
আমার কান্নার সুরও বদলে গেছে
আমি আমার কান্নার সুরে স্পষ্ঠ
কবিতা আবৃত্তির ধ্বণি শুনতে পাই
আমি চাইনা হারাতে কান্নার স্বাধ
দু’চোখের জলে আছে একরাশ সান্ত্রনা
আমি কান্নার মধ্যেই বাঁচতে চাই।
রচনাকালঃ 12/8/2018
রামপুরা,ঢাকা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/০৮/২০১৮অনেক সুন্দর হয়েছে।শুভকামনা রইল।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৮/২০১৮জীবনযন্ত্রণার চিত্র।