www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জলবায়ু

সভ্যতা নামক অসভ্যতার পদচিহ্নের উপর আমরা
দাঁড়িয়ে আছি সকল মানুষ সকল জাতি।সভ্যতার
বিষ দাঁতের ছোবলে ব্যাপক পরিবর্তন প্রকৃতি,
ঝড় জলোচ্ছাস বন্যা খরা হিস্র জানোয়ারের মত
প্রতিনিয়ত হানা দিচ্ছে মানুষের জান মালের উপর
আগ্নেয়াস্ত্র মরণাস্ত্র এবং পারমানবিক অস্ত্রের ব্যবহার
পৃথিবীকে ঠেলে দিচ্ছে খাদের কিনারে ।সবুজ বনাঞ্চল
এখন ইতিহাসের রুপ কথার গল্প মাত্র।
জলবায়ুর পরিবর্তনে পৃথিবী হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র।
বাংলাদেশ হারাতে যাচ্ছে রক্তের দামে অর্জিত মানচিত্র।
একজন মানুষ হিসেবে আমরা কেউ এর দায়
এড়াতে পারিনা।সংকট উত্তরণের উপায় আপনাকে
আমাকেই খুঁজে বের করতে হবে,বাঁচাতে হবে সবুজ
এ পৃথিবীকে,নতুবা আগামী প্রজন্মের ইতিহাসে আমরা
চিহ্নিত হব চরম এক স্বার্থপর জাতি হিসেবে।

রচনাকালঃ 10/7/2018
রামপুরা,ঢাকা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতার মাধ্যমে চমৎকার ছবি ফুঁটিয়ে তুলেছেন।
  • অনেক ভাল।
  • তরুণ কান্তি ১০/০৭/২০১৮
    যেন তেন প্রকারে সবুজকে বাঁচাতে হবে। বিষয়বস্তু খুব সুন্দর। খুব ভালো লাগলো পাশে থাকুন প্রিয় কবিবর ।
 
Quantcast