আশা-নিরাশা
সঙ্গ ছেড়ে দিয়েছে সঙ্গী
সহধর্মীণিও করে আজব আজব ভঙ্গী
তবুও একটি রঙীন প্রভাতের আশায় ঘুম ভাঙ্গী
মন ভেঙ্গে ভেঙ্গে এখন কাচের টুকরার মত ভগ্ন
সঙ্গীবিহীন একা একা কাটেনা আর লগ্ন
তবুও দু’চোখ ভরা আশা-নিরাশার হাজারো স্বপ্ন
আত্মীয় স্বজন ভগ্নী
সবার চোখে মুখে মরুর অগ্নি
আমি যেন সবার কাছে দাসের মত লগ্নী
হাত পাতি না লজ্জায়
দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায় শয্যায়
তবুও বেঁচে আছি অজানা কোন আশায়
রচনাকালঃ 27/1/2015
রামপুরা,ঢাকা ।
সহধর্মীণিও করে আজব আজব ভঙ্গী
তবুও একটি রঙীন প্রভাতের আশায় ঘুম ভাঙ্গী
মন ভেঙ্গে ভেঙ্গে এখন কাচের টুকরার মত ভগ্ন
সঙ্গীবিহীন একা একা কাটেনা আর লগ্ন
তবুও দু’চোখ ভরা আশা-নিরাশার হাজারো স্বপ্ন
আত্মীয় স্বজন ভগ্নী
সবার চোখে মুখে মরুর অগ্নি
আমি যেন সবার কাছে দাসের মত লগ্নী
হাত পাতি না লজ্জায়
দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায় শয্যায়
তবুও বেঁচে আছি অজানা কোন আশায়
রচনাকালঃ 27/1/2015
রামপুরা,ঢাকা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৭/২০১৮
-
সাইদ খোকন নাজিরী ২৬/০৬/২০১৮অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকুন এভাবে।
-
সাইদ খোকন নাজিরী ২৬/০৬/২০১৮অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকুন এভাবে।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০৬/২০১৮আশা নিরাশার দোলাচলে জীবনো সেভাবে চলে ।
আশাই বাঁচিয়ে রাখে আগামীর প্রত্যাশায় । ধন্যবাদ কবি ।
ধন্যবাদ।