সেকাল-একাল
হেমন্তের শেষান্ত বিকেল
গগণে সপ্নীল নীলিমা আর
গাছের ডগায় বিন্দু-বিন্দু শিশির জল
সেদিন স্মৃতির মিনারে দাঁড়িয়ে কাছাকাছি
দু’জন দু’জনার খুব পাশাপাশি
সে কি রোমাঞ্চ! সে কি আলিঙ্গন!
আজ বুঝেছি সেদিনের সবি ছিল তোমার
ভারসাম্যহীন এক আবেগের গল্প
তোমার রাক্ষসী মন পারেনি টলাতে
হয়ত সেদিন আমার ভালবাসা
তোমার কাছে ছিল খুবই নগন্য বা অল্প।
রচনাকালঃ 30/10/2015
রামপুরা,ঢাকা ।
গগণে সপ্নীল নীলিমা আর
গাছের ডগায় বিন্দু-বিন্দু শিশির জল
সেদিন স্মৃতির মিনারে দাঁড়িয়ে কাছাকাছি
দু’জন দু’জনার খুব পাশাপাশি
সে কি রোমাঞ্চ! সে কি আলিঙ্গন!
আজ বুঝেছি সেদিনের সবি ছিল তোমার
ভারসাম্যহীন এক আবেগের গল্প
তোমার রাক্ষসী মন পারেনি টলাতে
হয়ত সেদিন আমার ভালবাসা
তোমার কাছে ছিল খুবই নগন্য বা অল্প।
রচনাকালঃ 30/10/2015
রামপুরা,ঢাকা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৭/২০১৮খুব ভাল লেগেছে।
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৬/২০১৮অনেক অনেক ধন্যবাদ।
-
আবুল খায়ের ২৪/০৬/২০১৮wow
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৬/২০১৮বেশ সুন্দর কাব্য ভাবনা ।
তবে ঢগায় নয় ডগায় হবে ।
একটি দেখে নিন । ধন্যবাদ ।