ঈদের শিক্ষা
(এক)
ঈদ মানে-
ঘরে ঘরে রবরব উল্লাস উচ্ছ্বাস
আবার কিছু মানুষের জন্য উপহাস!
ঈদ মানে-
কারো জীবনের চরম ভোগ বিলাস
আবার ঈদ ডেকে আনে কারো সর্বনাশ!
ঈদ মানে-
কোরমা পোলাও ফিরনি পায়েস
কারো বদ্ধ ঘরে সেচ্ছায় কারাবাস
ঈদ মানে-
কেনাকাটা অঙ্গে নামী-দামী লেবাস
আবার ঈদ কারো জীবনের নাভিঃশ্বাস!
ঈদ মানে-
আলোক সজ্জা বাহারী পোশাকের সাজ
ঈদ কারো সংসার ভাঙ্গার করুণ ইতিহাস!
(দুই)
তালা ভেঙ্গে তোরা মনের দুয়ার খুলে দে
বছর ঘুরে দ্বোরে দ্বোরে আবারো আসছে সে
এবার মন থেকে হিংসা দেমাক তুলে দে
ময়লা ফেলে মনটাকে গঙ্গার জলে ধুঁয়ে নে
তোরা মনের দুয়ার খুলে দে
দ্বোরে দ্বোরে আবারো আসছে সে
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে দে
মন থেকে সকল অশান্তি মূছে দে
তোরা মনের দুয়ার খুলে দে
দ্বোরে দ্বোরে আবারো আসছে সে
তোরা ঈদের খুশি ভাগাভাগি করে নে
ঈদের শিক্ষা সমাজে ছড়িয়ে দে ।
রচনাকালঃ 12/6/2018
মৌচাক,ঢাকা।
ঈদ মানে-
ঘরে ঘরে রবরব উল্লাস উচ্ছ্বাস
আবার কিছু মানুষের জন্য উপহাস!
ঈদ মানে-
কারো জীবনের চরম ভোগ বিলাস
আবার ঈদ ডেকে আনে কারো সর্বনাশ!
ঈদ মানে-
কোরমা পোলাও ফিরনি পায়েস
কারো বদ্ধ ঘরে সেচ্ছায় কারাবাস
ঈদ মানে-
কেনাকাটা অঙ্গে নামী-দামী লেবাস
আবার ঈদ কারো জীবনের নাভিঃশ্বাস!
ঈদ মানে-
আলোক সজ্জা বাহারী পোশাকের সাজ
ঈদ কারো সংসার ভাঙ্গার করুণ ইতিহাস!
(দুই)
তালা ভেঙ্গে তোরা মনের দুয়ার খুলে দে
বছর ঘুরে দ্বোরে দ্বোরে আবারো আসছে সে
এবার মন থেকে হিংসা দেমাক তুলে দে
ময়লা ফেলে মনটাকে গঙ্গার জলে ধুঁয়ে নে
তোরা মনের দুয়ার খুলে দে
দ্বোরে দ্বোরে আবারো আসছে সে
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে দে
মন থেকে সকল অশান্তি মূছে দে
তোরা মনের দুয়ার খুলে দে
দ্বোরে দ্বোরে আবারো আসছে সে
তোরা ঈদের খুশি ভাগাভাগি করে নে
ঈদের শিক্ষা সমাজে ছড়িয়ে দে ।
রচনাকালঃ 12/6/2018
মৌচাক,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ১৪/০৬/২০১৮সবার নেয়া উচিত এই ঈদের শিক্ষা।
-
পবিত্র চক্রবর্তী ১৪/০৬/২০১৮ভালো লাগলো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০৬/২০১৮দারুণ ..........