ধর্ম কর্ম
ধর্মের চেয়ে কর্ম বড়
বলছেন গুণীজনে
কর্ম বিনা ধর্মের বুলি
শোনেন না নিরঞ্জনে
কর্ম ফেলে ছুটছে যারা
ধর্মের পাছে পাছে
জানুক তারা কর্মের মাঝেই
আসল ধর্ম লুকিয়ে আছে।
যুগে যুগে ধর্ম নিয়ে
যারা খেলছে হলি খেলা
ইতিহাসের নোংরা জলে
ডুবছে তাদের ভেলা
রচনাকালঃ 10/05/2008
শান্তি নগর,ঢাকা।
বলছেন গুণীজনে
কর্ম বিনা ধর্মের বুলি
শোনেন না নিরঞ্জনে
কর্ম ফেলে ছুটছে যারা
ধর্মের পাছে পাছে
জানুক তারা কর্মের মাঝেই
আসল ধর্ম লুকিয়ে আছে।
যুগে যুগে ধর্ম নিয়ে
যারা খেলছে হলি খেলা
ইতিহাসের নোংরা জলে
ডুবছে তাদের ভেলা
রচনাকালঃ 10/05/2008
শান্তি নগর,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৬/২০১৮খুব ভাল।
-
তরুণ কান্তি ০৮/০৬/২০১৮অসাধারণ! অসাধারণ! অসাধারণ!! লিখে যান ।ভাল থাকুন ও সঙ্গে থাকুন সব সময় প্রিয় কবিবর ।
-
রবিউল হাসান ০৮/০৬/২০১৮একদম ঠিক কথা।নিজের আত্মাকে শুদ্ধ না করে,নিজের কর্মকে সঠিক না করে ধর্ম পালন করে কোন লাভ নেই।