বিবেক
আজ স্বার্থের বেড়াজালে আবদ্ধ সব মানুষ
নিজের বেলায় ষোলআনা হুঁশ অন্যের বেলায় বে-হুঁশ
কূলহারা প্রবাহমান নদীর মত বিবেকের ক্ষয়ে
গোটা সমাজ ব্যবস্থার ভীত নড়বড় নড়বড় করছে,যেন
মানুষের বিবেক এখন বালুচরে পাতানো খেলা ঘর
বিবেকের আকাশে এখন মহাবিপদ সংকেত চলছে,কারণ
বিবেকের অবস্থান এখন ক্যাটাগরির শূন্য কোটায়
তাই মানুষকে বলছি-
বিবেকের এ শূন্যতা পাবেকি কভু পূর্ণতা ?
রচনাকালঃ5/6/2018
রামপুরা,ঢাকা ।
নিজের বেলায় ষোলআনা হুঁশ অন্যের বেলায় বে-হুঁশ
কূলহারা প্রবাহমান নদীর মত বিবেকের ক্ষয়ে
গোটা সমাজ ব্যবস্থার ভীত নড়বড় নড়বড় করছে,যেন
মানুষের বিবেক এখন বালুচরে পাতানো খেলা ঘর
বিবেকের আকাশে এখন মহাবিপদ সংকেত চলছে,কারণ
বিবেকের অবস্থান এখন ক্যাটাগরির শূন্য কোটায়
তাই মানুষকে বলছি-
বিবেকের এ শূন্যতা পাবেকি কভু পূর্ণতা ?
রচনাকালঃ5/6/2018
রামপুরা,ঢাকা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১১/০৬/২০১৮ভালো লাগলো সুন্দর লেখনি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৬/২০১৮অনেক ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৬/২০১৮বিবেক জাগ্রত হোক।
-
রবিউল হাসান ০৫/০৬/২০১৮বিবেকের পূর্নতা খুব জরুরী।ভেঙ্গে পড়া সমাজকে জাগিয়ে তুলতে হলে আগে বিবেক কে জাগ্রত করতে হবে।খুব সুন্দর বিষয়বস্তু।অনেক শুভ কামনা রইলো।