মনিকা
কোথায় আছো কেমন অছো
কখনও চাইবনা আর জানতে
তোমায় খুজেঁছি কত অলিতে-গলিতে
খুজেঁছি এক প্রান্ত হতে অন্য প্রান্তে
আমি অশ্রুভেজা চোখে
কত রজনী করেছি ভোর
পায়ের নুপুরের আওয়াজে
খুলেছি কতবার দ্বোর
বারবার দরজা হতে ফিরেছি
বুকভরা ক্লান্তিতে
বেঁচেও আজ মরে আছি
তবুও বলব থেকো তুমি শান্তিতে।
রচনাকালঃ8/8/2003
রামপুরা,ঢাকা।
কখনও চাইবনা আর জানতে
তোমায় খুজেঁছি কত অলিতে-গলিতে
খুজেঁছি এক প্রান্ত হতে অন্য প্রান্তে
আমি অশ্রুভেজা চোখে
কত রজনী করেছি ভোর
পায়ের নুপুরের আওয়াজে
খুলেছি কতবার দ্বোর
বারবার দরজা হতে ফিরেছি
বুকভরা ক্লান্তিতে
বেঁচেও আজ মরে আছি
তবুও বলব থেকো তুমি শান্তিতে।
রচনাকালঃ8/8/2003
রামপুরা,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামিন শুভ ২৯/০৭/২০১৮Beautiful
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৬/২০১৮ওহ! দারুণ ............
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৬/২০১৮আচ্ছা।
-
সামিন শুভ ০৩/০৬/২০১৮nice
-
জাওয়াদুল জামান অরন্য ০৩/০৬/২০১৮ভালো লাগলো।
-
রবিউল হাসান ০৩/০৬/২০১৮প্রেমিকের বিরহ নির্যাস।বেশ ভালো উপস্থাপনা।