বিরহ-বিচ্ছেদ
স্মৃতি মূছেনা কভু
বয়ে যায় তরঙ্গের মত নিরবধি-
কল্পনার মোহনায় !
শব্দ মূছেনা কভু
বায়ুর সাথে ভেসে বেড়ায়
অনন্ত আকাশে !
কিছুই মূছেনা
শুধু মূছে গেছি আমি
তার জীবন থেকে !
রচনাকালঃ 19/6/2001
নবীনগর,ঢাকা।
বয়ে যায় তরঙ্গের মত নিরবধি-
কল্পনার মোহনায় !
শব্দ মূছেনা কভু
বায়ুর সাথে ভেসে বেড়ায়
অনন্ত আকাশে !
কিছুই মূছেনা
শুধু মূছে গেছি আমি
তার জীবন থেকে !
রচনাকালঃ 19/6/2001
নবীনগর,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামিন শুভ ০৫/০৬/২০১৮ভাল লাগল
-
জাওয়াদুল জামান অরন্য ০৩/০৬/২০১৮অসাধারন।
-
তরুণ কান্তি ০৩/০৬/২০১৮অসাধারণ কথার বাঁধন। বিরহের আর্তি ভরে গেছে চার দিক।
-
সামিন শুভ ০২/০৬/২০১৮অমায়িক হয়েছে
-
তাবেরী ০২/০৬/২০১৮অসাধারণ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৬/২০১৮মূল্যবান কথামালার উপস্থাপনার জন্য অভিনন্দন।
-
জয় দেবনাথ ০২/০৬/২০১৮দারুন