অভাব
খুব কাছ থেকে আমি বারবার অভাবকে দেখেছি,হতাসার
ঘোর কাটতে না কাটতেই আরেক অভাব দ্বারে এসে হাজির
শত অভাবেও আমি স্বভাব সংবরণ করেছি
অভাব আমাকে এক বিন্দু টলাতে পারেনি,কিন্তু
আমি বারবার পারিপার্শ্বিকতার কাছে হেরেছি
পারিপার্শ্বিকতার দহনে আমি কয়লার মত দগ্ধ হয়ে গেছি
আজ আমি তিলেতিলে অভাব অনুভব করছি!
আমি এখন নিষ্প্রাণ এক মানব! পাথরের মূর্তি!!
রচনাকালঃ০১/০৬/২০১৮
রামপুরা,ঢাকা।
ঘোর কাটতে না কাটতেই আরেক অভাব দ্বারে এসে হাজির
শত অভাবেও আমি স্বভাব সংবরণ করেছি
অভাব আমাকে এক বিন্দু টলাতে পারেনি,কিন্তু
আমি বারবার পারিপার্শ্বিকতার কাছে হেরেছি
পারিপার্শ্বিকতার দহনে আমি কয়লার মত দগ্ধ হয়ে গেছি
আজ আমি তিলেতিলে অভাব অনুভব করছি!
আমি এখন নিষ্প্রাণ এক মানব! পাথরের মূর্তি!!
রচনাকালঃ০১/০৬/২০১৮
রামপুরা,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামিন শুভ ০৩/০৬/২০১৮best
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৬/২০১৮অনেক ভাল।