দেশের জন্য
শিশু বলে তোমরা আমাদের
ভেবনা অবহেলার পাত্র
আমরাই দেশের ভাবী সন্তান
আমরাই হব মেধাবী ছাত্র
চারদিকে আমরাই একদিন
ছড়াব আলোর সৌরভ
আমরাই হব একদিন
দেশ ও জাতির গৌরব।
যারা করছে চুরি বিদ্যা-বুদ্ধি
করছে অন্যায় অপরাধ
আমরাই লড়ব কঠিন হাতে
আমরাই জাগাব রক্তিম প্রভাত
সন্তাস দূর্ণীতির বিরুদ্ধে
আমরাই প্রতিরোধ গড়ব
দেশের জন্য করব লড়াই
মরতে হলে দেশের জন্যই মরব।
রচনাকালঃ 1/6/2018
রামপুরা,ঢাকা।
ভেবনা অবহেলার পাত্র
আমরাই দেশের ভাবী সন্তান
আমরাই হব মেধাবী ছাত্র
চারদিকে আমরাই একদিন
ছড়াব আলোর সৌরভ
আমরাই হব একদিন
দেশ ও জাতির গৌরব।
যারা করছে চুরি বিদ্যা-বুদ্ধি
করছে অন্যায় অপরাধ
আমরাই লড়ব কঠিন হাতে
আমরাই জাগাব রক্তিম প্রভাত
সন্তাস দূর্ণীতির বিরুদ্ধে
আমরাই প্রতিরোধ গড়ব
দেশের জন্য করব লড়াই
মরতে হলে দেশের জন্যই মরব।
রচনাকালঃ 1/6/2018
রামপুরা,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাফিউল কায়েস ০১/০৬/২০১৮অসম্ভব লিখছেন কবি।।
-
সেলিম রেজা সাগর ০১/০৬/২০১৮সুন্দর।