অভিমানী
রজনী পোহাল বুঝি-ওগো সজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
বিরহের জোয়ারে ভাসাব যৌবনের তরী
আমি ধরব হাল তুমি উড়াবে পাল
অানন্দ আবেগে কাটাব এ মধুময় রজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
পাখির কলরবে জাগিবে সবে
মুয়াজ্জিনের কন্ঠে বাজিবে আযানের ধ্বণিি
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
পূর্ব গগণে এখনি ভাসিবে রঙ্গিন আবা
রজনী পোহাল বুঝি-ওগো সজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
রচনাকালঃ10/5/2012
সাভার,ঢাকা।
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
বিরহের জোয়ারে ভাসাব যৌবনের তরী
আমি ধরব হাল তুমি উড়াবে পাল
অানন্দ আবেগে কাটাব এ মধুময় রজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
পাখির কলরবে জাগিবে সবে
মুয়াজ্জিনের কন্ঠে বাজিবে আযানের ধ্বণিি
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
পূর্ব গগণে এখনি ভাসিবে রঙ্গিন আবা
রজনী পোহাল বুঝি-ওগো সজনী
এখনও ভাঙ্গনি মান অভিমানী!
রচনাকালঃ10/5/2012
সাভার,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৯/০৫/২০১৮খুব সুন্দর , মান ঠিক ভাঙবে ------
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৫/২০১৮খুব ভাল।
-
সাঁঝের তারা ২৮/০৫/২০১৮মান ভাঙ্গবে ...
-
মোঃ মেহেদী হাসান মান্না ২৮/০৫/২০১৮এখনো ভাংগেনি কি?