সুখের বিপরীত
সুখ সুখ করে কেঁদে কেঁদে পেলাম বড় দুখ
দুঃখের লাগি কেঁদে দেখি পাইনি একটু সুখ
জীবন যৌবন সব হারালাম ঘুরে সুখের পিছু
সুখ তবু দেয়নি ধরা দুঃখ বিনা নাহি পেলাম কিছু
যেথায় রাশি রাশি দুঃখ আছে সেথায় চলি ভাই?
দুঃখের খোঁজে গিয়ে কিনা সুখের নাগাল পাই।
রচনাকালঃ20/8/1994
বাউফল,পটয়াখালী
দুঃখের লাগি কেঁদে দেখি পাইনি একটু সুখ
জীবন যৌবন সব হারালাম ঘুরে সুখের পিছু
সুখ তবু দেয়নি ধরা দুঃখ বিনা নাহি পেলাম কিছু
যেথায় রাশি রাশি দুঃখ আছে সেথায় চলি ভাই?
দুঃখের খোঁজে গিয়ে কিনা সুখের নাগাল পাই।
রচনাকালঃ20/8/1994
বাউফল,পটয়াখালী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৫/২০১৮বাহ!
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৫/২০১৮সুখ আছে আপনমনে।
-
ফাহিম খান ২৭/০৫/২০১৮চমৎকার লাগলো। শেষের দুই লাইন বেশ অর্থবহ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৫/২০১৮দারুণ....