মহাপ্রলয়
আসিবে ধোঁয়া,উড়িবে বায়ু
জ্বলিবে অনল,কাঁদিবে ভূবন
ভাবছো কি তা বিশ্ব মানব দল!
কে সেদিন থাকবি ধরায় বল?
ইস্রাফিলের বাজিবে আমাম,কাঁপিবে তামাম
ভাঙ্গিবে আসমান,ফাটিবে জমিন
চারদিকে ধ্বণিবে শুধু প্রাণের কোলাহল!
কে সেদিন থাকবি ধরায় বল?
বাতাসে উড়িবে পাহাড়,ভূ-কম্পনে তলিবে ভূমি
চন্দ্র ফাটিবে,সূর্য্য ডুবিবে
শুকিয়ে যাবে সাত সাগরের জল!
কে সেদিন থাকবি ধরায় বল?
রচনাকালঃ1/1/2000
বাউফল,পটুয়াখালী
জ্বলিবে অনল,কাঁদিবে ভূবন
ভাবছো কি তা বিশ্ব মানব দল!
কে সেদিন থাকবি ধরায় বল?
ইস্রাফিলের বাজিবে আমাম,কাঁপিবে তামাম
ভাঙ্গিবে আসমান,ফাটিবে জমিন
চারদিকে ধ্বণিবে শুধু প্রাণের কোলাহল!
কে সেদিন থাকবি ধরায় বল?
বাতাসে উড়িবে পাহাড়,ভূ-কম্পনে তলিবে ভূমি
চন্দ্র ফাটিবে,সূর্য্য ডুবিবে
শুকিয়ে যাবে সাত সাগরের জল!
কে সেদিন থাকবি ধরায় বল?
রচনাকালঃ1/1/2000
বাউফল,পটুয়াখালী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৭/০৫/২০১৮দারুণ এক অনুভূতি ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৫/২০১৮অসাধারণ।
এগিয়ে যান।