বন্ধন
তুমি কি ফুল, নাকি চাঁদ!
নাকি হুর,নাকি জোৎসনা ভরা রাত!
বারবার দেখেও তোমায়
মিঠেনা মনের স্বাধ!
‘ম’ এসো-
দু’জন হাতে হাত রেখে রজনী করি প্রভাত।
রচনাকালঃ 1/1/2012
রামপুরা,ঢাকা।
mail:[email protected]
নাকি হুর,নাকি জোৎসনা ভরা রাত!
বারবার দেখেও তোমায়
মিঠেনা মনের স্বাধ!
‘ম’ এসো-
দু’জন হাতে হাত রেখে রজনী করি প্রভাত।
রচনাকালঃ 1/1/2012
রামপুরা,ঢাকা।
mail:[email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৫/২০১৮বাহ!
-
তরুণ কান্তি ২৬/০৫/২০১৮অল্প কথায় বড় বাঁধন ।