স্মৃতিচারণ
তোমার স্পর্শের শিহরণ! সে কি অনুভূতি!
মেঘ ডাকা গর্জনের মত
এখনও বইছে শিরায় শিরায়
স্মৃতির শেষ সীমানায় এখনও দাঁড়িয়ে
রিক্ত দু’হাত বাড়িয়ে নিঃসঙ্গ নিরবতায়
জেনেও জানিনা -
তুমি ফিরে আসবে, কিনা আসবেনা
তবুও তোমার পানে দাঁড়িয়ে পথের বাঁকে
হয়ত একদিন এভাবে তোমার মত
আমিও যাব হারিয়ে সমাধীর মোহনায়!
প্রকাশকালঃ ৩১/১০/২০১৫
রামপুরা,ঢাকা
Mail:[email protected]
মেঘ ডাকা গর্জনের মত
এখনও বইছে শিরায় শিরায়
স্মৃতির শেষ সীমানায় এখনও দাঁড়িয়ে
রিক্ত দু’হাত বাড়িয়ে নিঃসঙ্গ নিরবতায়
জেনেও জানিনা -
তুমি ফিরে আসবে, কিনা আসবেনা
তবুও তোমার পানে দাঁড়িয়ে পথের বাঁকে
হয়ত একদিন এভাবে তোমার মত
আমিও যাব হারিয়ে সমাধীর মোহনায়!
প্রকাশকালঃ ৩১/১০/২০১৫
রামপুরা,ঢাকা
Mail:[email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৪/০৫/২০১৮সুন্দর অনুভূতি মাখানো কবিতা । অনন্য ।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৫/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৫/২০১৮অনন্য সুন্দর লেখা।
শুভকামনা রইল। -
সানী ২৪/০৫/২০১৮"তোমার স্পর্শে রচেছি সমর
তোমার স্পর্শে হতে চাই অমর!!"
সুন্দর কবিতা লিখেছেন কবি, মুগ্ধ হলাম।