আযান
মিনারের চূঁড়া থেকে ভেসে এল গান
বুকে এসে বিঁধে
যেন কোকিলের কুহু কুহু তান!
আযান-এ কি আহবান!
শিরায় শিরায় বাজিল ধ্বণি
কি মধুর ঐকতান!
যাদু মাখা আযানের ধ্বণি
মুখরিত আকাশ পাতাল
কি যে মায়ার টান!
মুয়াজ্জিন হাকিল-মুক্তির ফরমান
ক্লান্তি মূছে প্রশান্তির পথে
আমরা মুসলমান!
আযানের সুরে সুরে দুলে ফুঁলে প্রাণ!
ধ্বণিতে ধ্বণিতে মিশ্রত চির কল্যান!
এ যেন মুমিনের জীবনের জয়গান!
রচনাকালঃ ২৪/৩/২০১৮
রামপুরা, ঢাকা।
বুকে এসে বিঁধে
যেন কোকিলের কুহু কুহু তান!
আযান-এ কি আহবান!
শিরায় শিরায় বাজিল ধ্বণি
কি মধুর ঐকতান!
যাদু মাখা আযানের ধ্বণি
মুখরিত আকাশ পাতাল
কি যে মায়ার টান!
মুয়াজ্জিন হাকিল-মুক্তির ফরমান
ক্লান্তি মূছে প্রশান্তির পথে
আমরা মুসলমান!
আযানের সুরে সুরে দুলে ফুঁলে প্রাণ!
ধ্বণিতে ধ্বণিতে মিশ্রত চির কল্যান!
এ যেন মুমিনের জীবনের জয়গান!
রচনাকালঃ ২৪/৩/২০১৮
রামপুরা, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৯/০৫/২০১৮মুগ্ধতা রেখে গেলাম কবি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/০৫/২০১৮অনেক সুখময় মর্মবাণী । খুব ভাল লাগলো । এমনি হোক প্রতিটি আহবান ।
কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই । -
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/০৫/২০১৮ভালো
-
গাজী তারেক আজিজ ০৮/০৫/২০১৮ভালো