নাসিরুদ্দীন হোজ্জা
আজকে সপ্তাহের কোন দিন
হোজ্জাকে একদিন একজন রাস্তায় থামিয়ে জিজ্ঞেস করল, ‘আজকে সপ্তাহের কোন দিন?’
‘বলতে পারব না’, জবাবে হোজ্জা বললেন, ‘আমি এই এলাকায় নতুন।
লবণ
একদিন হোজ্জা গাধার পিঠে লবণ বোঝাই করে বাজারের দিকে রওনা দিলেন। পথে একটা নদী পড়ল। গাধাসহ নদী পার হলেন। কিন্তু নদীর পানিতে লবণ গলে একাকার। পণ্য হারিয়ে হোজ্জা বিরক্ত। গাধা তো মহা খুশি বোঝা থেকে বেঁচে গিয়ে।
এর পরেরবারও হোজ্জা ওই পথ দিয়ে গেলেন, তবে এবার তুলা বোঝাই করে। গাধা যখন নদী পার হলো তখন তুলা ভিজে ওজন বেড়ে গেল। গাধা ওজনদার মাল নিয়ে টলমল পায়ে এগিয়ে যেতে লাগল।
‘হাহ্!’ হোজ্জা চেঁচিয়ে বললেন, ‘ভেবেছিলি প্রতিবার পানি দিয়ে গেলে পিঠের ওপরের মালের ওজন কমে যাবে, তাই না?
হোজ্জাকে একদিন একজন রাস্তায় থামিয়ে জিজ্ঞেস করল, ‘আজকে সপ্তাহের কোন দিন?’
‘বলতে পারব না’, জবাবে হোজ্জা বললেন, ‘আমি এই এলাকায় নতুন।
লবণ
একদিন হোজ্জা গাধার পিঠে লবণ বোঝাই করে বাজারের দিকে রওনা দিলেন। পথে একটা নদী পড়ল। গাধাসহ নদী পার হলেন। কিন্তু নদীর পানিতে লবণ গলে একাকার। পণ্য হারিয়ে হোজ্জা বিরক্ত। গাধা তো মহা খুশি বোঝা থেকে বেঁচে গিয়ে।
এর পরেরবারও হোজ্জা ওই পথ দিয়ে গেলেন, তবে এবার তুলা বোঝাই করে। গাধা যখন নদী পার হলো তখন তুলা ভিজে ওজন বেড়ে গেল। গাধা ওজনদার মাল নিয়ে টলমল পায়ে এগিয়ে যেতে লাগল।
‘হাহ্!’ হোজ্জা চেঁচিয়ে বললেন, ‘ভেবেছিলি প্রতিবার পানি দিয়ে গেলে পিঠের ওপরের মালের ওজন কমে যাবে, তাই না?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৯/০৭/২০১৮সুন্দর মজার দুটি কৌতুক।
-
পরিতোষ ভৌমিক ২৩/১১/২০১৪ভেরী ভেরী নাইস ।
-
অমর কাব্য ২৫/০৫/২০১৪নাইস
-
কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪মজা পাইলাম।
-
Kala Belai ২৭/১০/২০১৩nice
thanks -
নির্জন ০৮/১০/২০১৩
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/১০/২০১৩একবার মধ্যরাতে ভারী কিছু পড়ার শব্দ শুনে প্রতিবেশী জিজ্ঞেস করেছিল হোজ্জা সাহেব কিছু পড়েছে নাকি। হোজ্জা বলল হ্যাঁ আমার জোব্বা। প্রতিবেশী বিষ্ময়ে বলল তাতে এত শব্দ! নাসিরুদ্দিন বলল- জোব্বার ভিতর আমিও ছিলাম।
খুব আনন্দ পেয়েছি। ভালো -
Înšigniã Āvî ০৬/১০/২০১৩
-
suman ০৬/১০/২০১৩মজা পেলাম...
-
সামসুল আলম দোয়েল ০৬/১০/২০১৩thx
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩বেশ শিক্ষণীয়