দেশীয় গান
দেশীয় গান
- সামসুল আলম দোয়েল
মানি না মানব না; মেনে নিয়েছি
ছুঁই না ছুঁইবো না; ছুঁয়ে দিয়েছি!! ( কোরাস)
উন্নয়ণের জোয়া_রে দেশটা গেল ভেসে
রাজনীতিতে সব পাওয়া যায় সোনার বাংলাদেশে!।
গণতন্ত্রের দোহাই দিয়ে করছে তেলেসমাতি
জনগণের ঘাড়ে চাঁপে রাঘব বনের হাতি!
বলি না বলব না; বলে ফেলেছি
চাই না চাইব না; তবুও চেয়েছি (কোরাস)
নেতার কথায় হুল ফুটে গায়, তবু অবশেষে
জনগণের সব লুটে যায় ভীষণ ভালবেসে!
উন্নয়ণের জোয়া_রে দেশটা গেল ভেসে
রাজনীতিতে সব পাওয়া যায় সোনার বাংলাদেশে!।
কী চেয়েছি কী পেয়েছি হায় রে অবুঝ মন
রক্ত দিয়ে মূল্য শোধে দেশের জনগণ!
জানি না, জানব না; কীবা হবে জেনে
মানি না মানব না; তবুও নিলাম মেনে (কোরাস)
জবর-দখল, দমন-পীড়ন, সব ভুলে যাই হেসে
ভোটটা আবার তাদেরই দেব মেয়াদেরই শেষে!
উন্নয়ণের জোয়ার ঠেলে দেশটা গেল ভেসে
রাজনীতিতে সব পাওয়া যায় সোনার বাংলাদেশে!।
অভিযোগ করুন
- সামসুল আলম দোয়েল
মানি না মানব না; মেনে নিয়েছি
ছুঁই না ছুঁইবো না; ছুঁয়ে দিয়েছি!! ( কোরাস)
উন্নয়ণের জোয়া_রে দেশটা গেল ভেসে
রাজনীতিতে সব পাওয়া যায় সোনার বাংলাদেশে!।
গণতন্ত্রের দোহাই দিয়ে করছে তেলেসমাতি
জনগণের ঘাড়ে চাঁপে রাঘব বনের হাতি!
বলি না বলব না; বলে ফেলেছি
চাই না চাইব না; তবুও চেয়েছি (কোরাস)
নেতার কথায় হুল ফুটে গায়, তবু অবশেষে
জনগণের সব লুটে যায় ভীষণ ভালবেসে!
উন্নয়ণের জোয়া_রে দেশটা গেল ভেসে
রাজনীতিতে সব পাওয়া যায় সোনার বাংলাদেশে!।
কী চেয়েছি কী পেয়েছি হায় রে অবুঝ মন
রক্ত দিয়ে মূল্য শোধে দেশের জনগণ!
জানি না, জানব না; কীবা হবে জেনে
মানি না মানব না; তবুও নিলাম মেনে (কোরাস)
জবর-দখল, দমন-পীড়ন, সব ভুলে যাই হেসে
ভোটটা আবার তাদেরই দেব মেয়াদেরই শেষে!
উন্নয়ণের জোয়ার ঠেলে দেশটা গেল ভেসে
রাজনীতিতে সব পাওয়া যায় সোনার বাংলাদেশে!।
অভিযোগ করুন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩দেশটাকে সন্দেশ ভেবে যারা প্রতিনিয়ত ভাগ করে খেয়ে যাচ্ছে তারাই সমাজে অগ্রগণ্য। সে দিক থেকে আমরা ধন্য রাজনীতিবিদদের জন্য। অভিযোগ নয়। বাস্তবতা তুলে ধরায় প্রশংসা করছি
-
সুবীর কাস্মীর পেরেরা ০৫/১০/২০১৩খুব ভাল লাগল দোয়েল ভাই