www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ও আল্লাহ

ও আল্লাহ!!

- সামসুল আলম দোয়েল

ইয়া রাহমান, ইয়া রাহীম
ইয়া গাফ্ফার, ইয়া কারীম
তুমি দয়াময়, করুণার আধার
তোমার দয়ায় চলছে সবাই
---- জগত সংসার! ও আল্লাহ!
--------------------------
দাও আমাকে সুন্দর জীবন
উদার মন
সাজানো, গুছানো, মনের মত সংসার!
ও আল্লাহ!
তোমার কাছে এর চে" বেশি; চাই না কিছু আর!!

বাড়ি গাড়ি বিলাস জীবন
টাকা-কড়ি চাই না ভীষণ
একটা আবাস শীতল ঝিলিক
সম্মানী পেশা, হালাল রিযিক
দাও সম্মান, নিও না মান
আমায় করো সব মানুষের প্রেমের আধার !
ও আল্লাহ!
তোমার কাছে এর চে" বেশি; চাই না কিছু আর!!

হিংসা বিদ্বেষ ঝগড়া-ঝাটি
গালি-গালাজ. কাটাকাটি
চাই না কারো অভিশাপ
ও আল্লাহ, ক্ষমা করো আমার সকল পাঁপ
সকলের, প্রাণে দাও চঞ্চলতা সবার মনে
সব মানুষের ভালবাসা তুমি করো ধার!!
ও আল্লাহ!
তোমার কাছে এর চে" বেশি; চাই না কিছু আর!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast