পন্ডিতি
- সামসুল আলম দোয়েল
০১
" বিয়ে করলে নারী- পুরুষ
উভয় হারায় কূল।
নারী হারায় সতীত্ব
পুরুষ মাথার চুল"।।
০২
বৃষ্টি হলে ফাগুন-চইতে
ফসল ফলে ভাল
কৃষ্ণ বর্ণ পাত্রী তোমার
সংসার হবে আলো
০৩
বলতো খোকা, ফুলিয়ে দাঁত
হাতি ঘোড়ায় কী তফাত
খোকা বলে উচ্চ স্বরে
বুকে কত তেজ;
ঘোড়ার থাকে পিছন দিকে
হাতির সামনে লেজ।
০৪
তোমার মানি
মানি নিয়ে
থাকব আমি যতদিন।
তোমার নীতি
নীতি নিয়ে
গড়বো জীবন নীতিহীন।।
০১
" বিয়ে করলে নারী- পুরুষ
উভয় হারায় কূল।
নারী হারায় সতীত্ব
পুরুষ মাথার চুল"।।
০২
বৃষ্টি হলে ফাগুন-চইতে
ফসল ফলে ভাল
কৃষ্ণ বর্ণ পাত্রী তোমার
সংসার হবে আলো
০৩
বলতো খোকা, ফুলিয়ে দাঁত
হাতি ঘোড়ায় কী তফাত
খোকা বলে উচ্চ স্বরে
বুকে কত তেজ;
ঘোড়ার থাকে পিছন দিকে
হাতির সামনে লেজ।
০৪
তোমার মানি
মানি নিয়ে
থাকব আমি যতদিন।
তোমার নীতি
নীতি নিয়ে
গড়বো জীবন নীতিহীন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২১/০৯/২০১৩বেশ মজার কবিতা।
-
Înšigniã Āvî ২০/০৯/২০১৩বাহ
-
ইব্রাহীম রাসেল ২০/০৯/২০১৩--বেশ মজা পেলাম, এমন চলুক আরো কিছু--
-
দাদা মুহাইমিন চৌধূরী ২০/০৯/২০১৩খুব মজা পেলাম। কিন্তু নারী বিয়ের পর স্বতীত্ব হারায় কেমনে !!
-
সাইফুল ইসলাম মোল্লা ২০/০৯/২০১৩হা হা হা!!!!
হো! হো!! হো!!!!
দারুণ...................