www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসল ঠিকানা

মাটির দেহ, মাটির ঘর
কে'বা আপন কে'বা পর!
ছেড়ে যেতে হবে সবার'ই
ও মনরে,
এটা'তো নয় আসল বাড়ি।

একদিন তুমি না'তো ছিলে
এখন আছো সবাই মিলে
ডাক আসিলে ছেড়ে যেতে হয়
ও মনরে,
এ দুনিয়া না'তো কারো নয়।

পাখি এই খাঁচা ছেড়ে
চলে যাবে আপন নিড়ে,
পরে রবে মাটির দেহ, ঘর
ও মনরে,
ওপারের জন্য কিছু কর।

দুনিয়ার স্বপ্ন ছায়া
ভালোবাসার যত মায়া,
যাবেনা কিছু তোমারি
ও মনরে,
এটা'তো নয় আসল বাড়ি।

কী করেছো, কী করনি
সে জানে যার ধরণী!
হিসাব হবে হাশর-মিজানে
ও মনরে,
ডাকের খবর কে'বা আসল জানে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast