আসল ঠিকানা
মাটির দেহ, মাটির ঘর
কে'বা আপন কে'বা পর!
ছেড়ে যেতে হবে সবার'ই
ও মনরে,
এটা'তো নয় আসল বাড়ি।
একদিন তুমি না'তো ছিলে
এখন আছো সবাই মিলে
ডাক আসিলে ছেড়ে যেতে হয়
ও মনরে,
এ দুনিয়া না'তো কারো নয়।
পাখি এই খাঁচা ছেড়ে
চলে যাবে আপন নিড়ে,
পরে রবে মাটির দেহ, ঘর
ও মনরে,
ওপারের জন্য কিছু কর।
দুনিয়ার স্বপ্ন ছায়া
ভালোবাসার যত মায়া,
যাবেনা কিছু তোমারি
ও মনরে,
এটা'তো নয় আসল বাড়ি।
কী করেছো, কী করনি
সে জানে যার ধরণী!
হিসাব হবে হাশর-মিজানে
ও মনরে,
ডাকের খবর কে'বা আসল জানে!
কে'বা আপন কে'বা পর!
ছেড়ে যেতে হবে সবার'ই
ও মনরে,
এটা'তো নয় আসল বাড়ি।
একদিন তুমি না'তো ছিলে
এখন আছো সবাই মিলে
ডাক আসিলে ছেড়ে যেতে হয়
ও মনরে,
এ দুনিয়া না'তো কারো নয়।
পাখি এই খাঁচা ছেড়ে
চলে যাবে আপন নিড়ে,
পরে রবে মাটির দেহ, ঘর
ও মনরে,
ওপারের জন্য কিছু কর।
দুনিয়ার স্বপ্ন ছায়া
ভালোবাসার যত মায়া,
যাবেনা কিছু তোমারি
ও মনরে,
এটা'তো নয় আসল বাড়ি।
কী করেছো, কী করনি
সে জানে যার ধরণী!
হিসাব হবে হাশর-মিজানে
ও মনরে,
ডাকের খবর কে'বা আসল জানে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/১০/২০২৪চমৎকার
-
আব্দুর রহমান আনসারী ০৭/১০/২০২৪বেশ ভালো
-
আলমগীর সরকার লিটন ০৬/১০/২০২৪সুন্দর গীতি কবিতা
-
ফয়জুল মহী ০৬/১০/২০২৪চমৎকার লিখেছেন
ভীষণ ভালো লাগলো