www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি আতঙ্ক নিস্তব্ধ পৃথিবী

একটি শব্দ যেন গ্রাস করে নিয়েছে পৃথিবীটাকে
নেই জনসমাগম, নেই লোকালয়ের ভিড়,
ব্যস্ত নগরী যেন নিশ্চুপ হয়ে গেছে!
ধূমকেতুর ন্যায় ধেয়ে আসছে বিষাক্ত তীর।

শংকিত সবাই, আতঙ্কিত গোটা বিশ্ব!
নেই প্রতিকার, একমাত্র সৃষ্টিকর্তার;
কাছেই তোমার জীবন মরণ পুঞ্জীভূত
তাতে কি আসে যায় যত্রতত্র ঔষধের সমাহার?

দেশে দেশে মৃত্যুর মিছিল
নেই স্বজনদের কোন আয়োজন,
মিছে মায়া; তুচ্ছ এই ধরনী
জগৎ সংসারে কে তোমার প্রিয়জন?

উচ্চ স্থানে বসিয়া কত কথাই না বলা যায়!
কাজ বন্ধ, বাজার বন্ধ তারপরে কী উপায়?
আইন মান্য করিলে মরিবে না খেয়ে
অমান্য করিলে তুমি শেষ করোনায় ।

গরীব বলে; জীবন-মরণ খোদার হাতে
দুমুঠো ভাত জোগাড় করতে হবে যে আজ,
হোক না হোক ভাইরাস তাতে কী?
আমরা ক্ষুধায় মরতে নারাজ ।

গরীবের চাল-ডাল করে চুরি তারা
গরীব মরলে কি আসে যায়?
হও না এ ধরায় আরো ধনী
একদিন বিচার করবে যে খোদায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast