একটি আতঙ্ক নিস্তব্ধ পৃথিবী
একটি শব্দ যেন গ্রাস করে নিয়েছে পৃথিবীটাকে
নেই জনসমাগম, নেই লোকালয়ের ভিড়,
ব্যস্ত নগরী যেন নিশ্চুপ হয়ে গেছে!
ধূমকেতুর ন্যায় ধেয়ে আসছে বিষাক্ত তীর।
শংকিত সবাই, আতঙ্কিত গোটা বিশ্ব!
নেই প্রতিকার, একমাত্র সৃষ্টিকর্তার;
কাছেই তোমার জীবন মরণ পুঞ্জীভূত
তাতে কি আসে যায় যত্রতত্র ঔষধের সমাহার?
দেশে দেশে মৃত্যুর মিছিল
নেই স্বজনদের কোন আয়োজন,
মিছে মায়া; তুচ্ছ এই ধরনী
জগৎ সংসারে কে তোমার প্রিয়জন?
উচ্চ স্থানে বসিয়া কত কথাই না বলা যায়!
কাজ বন্ধ, বাজার বন্ধ তারপরে কী উপায়?
আইন মান্য করিলে মরিবে না খেয়ে
অমান্য করিলে তুমি শেষ করোনায় ।
গরীব বলে; জীবন-মরণ খোদার হাতে
দুমুঠো ভাত জোগাড় করতে হবে যে আজ,
হোক না হোক ভাইরাস তাতে কী?
আমরা ক্ষুধায় মরতে নারাজ ।
গরীবের চাল-ডাল করে চুরি তারা
গরীব মরলে কি আসে যায়?
হও না এ ধরায় আরো ধনী
একদিন বিচার করবে যে খোদায়।
নেই জনসমাগম, নেই লোকালয়ের ভিড়,
ব্যস্ত নগরী যেন নিশ্চুপ হয়ে গেছে!
ধূমকেতুর ন্যায় ধেয়ে আসছে বিষাক্ত তীর।
শংকিত সবাই, আতঙ্কিত গোটা বিশ্ব!
নেই প্রতিকার, একমাত্র সৃষ্টিকর্তার;
কাছেই তোমার জীবন মরণ পুঞ্জীভূত
তাতে কি আসে যায় যত্রতত্র ঔষধের সমাহার?
দেশে দেশে মৃত্যুর মিছিল
নেই স্বজনদের কোন আয়োজন,
মিছে মায়া; তুচ্ছ এই ধরনী
জগৎ সংসারে কে তোমার প্রিয়জন?
উচ্চ স্থানে বসিয়া কত কথাই না বলা যায়!
কাজ বন্ধ, বাজার বন্ধ তারপরে কী উপায়?
আইন মান্য করিলে মরিবে না খেয়ে
অমান্য করিলে তুমি শেষ করোনায় ।
গরীব বলে; জীবন-মরণ খোদার হাতে
দুমুঠো ভাত জোগাড় করতে হবে যে আজ,
হোক না হোক ভাইরাস তাতে কী?
আমরা ক্ষুধায় মরতে নারাজ ।
গরীবের চাল-ডাল করে চুরি তারা
গরীব মরলে কি আসে যায়?
হও না এ ধরায় আরো ধনী
একদিন বিচার করবে যে খোদায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৬/১০/২০২৪ভালো লেখা
-
ফয়জুল মহী ০৪/১০/২০২৪খুব সুন্দর লেখা পড়ে তৃপ্তি পেলাম অনেক অনেক ভালবাসা ও শুভকামনা রইল।
-
suman ০৩/১০/২০২৪খুব মমর্মস্পর্শী কাব্য...
-
মো শাকিল খান ০৩/১০/২০২৪“একটি আতঙ্ক; নিস্তব্ধ পৃথিবী!” কবিতাটি করোনা/Covid19 এর সময় লেখা হয়েছিলো কিন্তু তখন প্রকাশ করা হয়নি।