তোর প্রেমে
প্রাংগনে মোর বৃষ্টি পড়ে,
হঠাৎ করে ভর দুপুরে।
তোর সাথে ভিজবো বলে আজ,
রোদে ছাওয়া দুপুরটাকে,
জ্বলতে থাকা শিমুলটাকে,
হাত নেড়ে বলে দিলাম বিদায়।
টিনের চালে রিনিঝিনি,
কানপেতে অবাক শুনি,
কে বাজায় এই সুরেলা প্রলাপ।
বাশের পাতা জড়োসড়ো,
বাতাস গায়ে লাগছে বড়,
খুজে ফিরি হারানো আলাপ।
কালো মেঘে সাদা বক,
পথ হারিয়ে ছটফট,
খুঁজে ফেরে হারানো দোসর।
বুকের মাঝে চিনচিন,
এই ব্যাথা বড় অচিন,
তোর প্রেমের হয়েছে আছর।
হঠাৎ করে ভর দুপুরে।
তোর সাথে ভিজবো বলে আজ,
রোদে ছাওয়া দুপুরটাকে,
জ্বলতে থাকা শিমুলটাকে,
হাত নেড়ে বলে দিলাম বিদায়।
টিনের চালে রিনিঝিনি,
কানপেতে অবাক শুনি,
কে বাজায় এই সুরেলা প্রলাপ।
বাশের পাতা জড়োসড়ো,
বাতাস গায়ে লাগছে বড়,
খুজে ফিরি হারানো আলাপ।
কালো মেঘে সাদা বক,
পথ হারিয়ে ছটফট,
খুঁজে ফেরে হারানো দোসর।
বুকের মাঝে চিনচিন,
এই ব্যাথা বড় অচিন,
তোর প্রেমের হয়েছে আছর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৯/২০২০Good.
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২২/০৯/২০২০চমৎকার লেখা।
-
কুমারেশ সরদার ২২/০৯/২০২০বাহ্!
-
Md. Rayhan Kazi ২২/০৯/২০২০অনন্য লেখনশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৯/২০২০excellent
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৯/২০২০বেশ!
-
ফয়জুল মহী ২১/০৯/২০২০Excellent