আমার অসুখ তুমি
আমার অসুখ হয়েছো তুমি,
নিজের গলি ভুল করে তোমার গলিতে যাই,
পুর্তলিকার আলো ছড়ায় তোমার বারান্দায়।
ঘুড়ি ছেড়ে আজকাল নাটাই উড়াই,
তোমার অসুখ আমার হৃদয়ে ছড়ায়।
আমার অসুখ হয়েছো তুমি,
লিফটের বাটন না চেপে ঠাই দাঁড়িয়ে থাকি,
নিজের বোকামো দেখে নিজেই হাসি।
মোজা জোড়া উলটপালট হয়ে যায় কেনো?
তোমার এই রোগ আমায় ছাড়বেনা জেনো।
আমার অসুখ হয়েছো তুমি,
অসুখের ওষুধ খেতে ভুলে যাই রোজ,
ভুল করে খেয়ে ফেলি বেশী বেশী ডোজ।
মশারীর চারকোণা রোজ ভুলে যাই,
কি করে বলো এই রোগ সারাই।
আমার অসুখ হয়েছো তুমি,
ডাল ভেবে জল ডালি ভাতের থালায়,
চিনি ভেবে চা’য়ের কাপে লবন মিশাই।
রিমোট না স্মার্ট ফোন সংশয়ে পড়ি,
কঠিন এই অসুখে তিলে তিলে মরি।
আমার অসুখ হয়েছো তুমি,
হোমিও এলোপ্যথি সব বৃথা গেছে,
কবিরাজি, বাটি চালান শুধু বাকি আছে।
জানিনা কি করে পাবো রোগের দাওয়া,
রোজ রোজ ভুল করে ভালোবেসে যাওয়া।
- শাহরিয়ার, ঢাকা, ০৩.০৭.২০২০
নিজের গলি ভুল করে তোমার গলিতে যাই,
পুর্তলিকার আলো ছড়ায় তোমার বারান্দায়।
ঘুড়ি ছেড়ে আজকাল নাটাই উড়াই,
তোমার অসুখ আমার হৃদয়ে ছড়ায়।
আমার অসুখ হয়েছো তুমি,
লিফটের বাটন না চেপে ঠাই দাঁড়িয়ে থাকি,
নিজের বোকামো দেখে নিজেই হাসি।
মোজা জোড়া উলটপালট হয়ে যায় কেনো?
তোমার এই রোগ আমায় ছাড়বেনা জেনো।
আমার অসুখ হয়েছো তুমি,
অসুখের ওষুধ খেতে ভুলে যাই রোজ,
ভুল করে খেয়ে ফেলি বেশী বেশী ডোজ।
মশারীর চারকোণা রোজ ভুলে যাই,
কি করে বলো এই রোগ সারাই।
আমার অসুখ হয়েছো তুমি,
ডাল ভেবে জল ডালি ভাতের থালায়,
চিনি ভেবে চা’য়ের কাপে লবন মিশাই।
রিমোট না স্মার্ট ফোন সংশয়ে পড়ি,
কঠিন এই অসুখে তিলে তিলে মরি।
আমার অসুখ হয়েছো তুমি,
হোমিও এলোপ্যথি সব বৃথা গেছে,
কবিরাজি, বাটি চালান শুধু বাকি আছে।
জানিনা কি করে পাবো রোগের দাওয়া,
রোজ রোজ ভুল করে ভালোবেসে যাওয়া।
- শাহরিয়ার, ঢাকা, ০৩.০৭.২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৭/২০২০দারুন উপস্থাপনা
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২০সব কথা অতি সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৭/২০২০excellent
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৭/২০২০ভালো লেখনি।