শরতের শশী
কত চাঁদ এলো গেলো আলো করে নিশি,
মনে দাগ কেটেছিল শরতের শশী।
ফিরিয়ে দিইনি তারে স্পর্শ করে,
রেখেছিলাম যতন করে বুকের প’রে।
মেঘের ভেলার ফাঁকে রুপোলী ঝলক,
চেয়ে দেখি অনিমেষে পড়েনা পলক।
ভালোবেসেছিলাম তারে সবথেকে বেশী,
শুভ্র রূপের আধার শরতের শশী।
কত জন এলো গেলো মোহনীয় রূপ,
আমি মজেছিলাম দেখে প্রেয়সীর মুখ।
আবেগের শেষ কনা দিয়েছিলাম তারে,
দাঁড়াতে দেইনি বাকিদের মনের দুয়ারে।
স্নিগ্ধ জ্যোৎস্নার মতো কোমল আভা,
মুগ্ধ নয়নে দেখি অপরুপ বিভা।
আকাশের শশী যেন এসেছিল ধরায়,
কেড়েছিল তনুমন আপন মায়ায়।
চাঁদের ও মরন হয় আঁধারের কোলে,
রূপ সব ক্ষয়ে আসে অমাবস্যার কালে।
প্রেম সব ঢাকা পরে মেঘের আড়ালে,
আবেগের ধারা টুকু শেষ হয়ে গেলে।
প্রেম কি শুধুই তবে রূপের কাঙ্গাল?
হৃদয়ের আকুলতার নেই কোনো দাম?
চাঁদের পানে চেয়ে মনে মনে ভাবি,
আমার প্রেয়সী কভু রূপ হারায় যদি!
মনে দাগ কেটেছিল শরতের শশী।
ফিরিয়ে দিইনি তারে স্পর্শ করে,
রেখেছিলাম যতন করে বুকের প’রে।
মেঘের ভেলার ফাঁকে রুপোলী ঝলক,
চেয়ে দেখি অনিমেষে পড়েনা পলক।
ভালোবেসেছিলাম তারে সবথেকে বেশী,
শুভ্র রূপের আধার শরতের শশী।
কত জন এলো গেলো মোহনীয় রূপ,
আমি মজেছিলাম দেখে প্রেয়সীর মুখ।
আবেগের শেষ কনা দিয়েছিলাম তারে,
দাঁড়াতে দেইনি বাকিদের মনের দুয়ারে।
স্নিগ্ধ জ্যোৎস্নার মতো কোমল আভা,
মুগ্ধ নয়নে দেখি অপরুপ বিভা।
আকাশের শশী যেন এসেছিল ধরায়,
কেড়েছিল তনুমন আপন মায়ায়।
চাঁদের ও মরন হয় আঁধারের কোলে,
রূপ সব ক্ষয়ে আসে অমাবস্যার কালে।
প্রেম সব ঢাকা পরে মেঘের আড়ালে,
আবেগের ধারা টুকু শেষ হয়ে গেলে।
প্রেম কি শুধুই তবে রূপের কাঙ্গাল?
হৃদয়ের আকুলতার নেই কোনো দাম?
চাঁদের পানে চেয়ে মনে মনে ভাবি,
আমার প্রেয়সী কভু রূপ হারায় যদি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ৩০/০৬/২০২০সুন্দর।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৬/২০২০গ্রেট...
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২০অসাধারণ লেখনী
-
ফয়জুল মহী ২৯/০৬/২০২০Fantastic
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৬/২০২০Very Beautiful.