হৃদয়ে নিখিল তুমি
যত ভাবনা, যত আবেগ, যত আনন্দ,
সব কিছু, যা দোলায় এই হৃদয়কে,
জাগরিত করে আমাদের প্রেমকে,
পূর্ন করে আমাদের, জীবনের উত্তাপে।
নিশি পাওয়া মানুষের মতো হাঁটি,
অদ্ভুত সুখের ভাবনায় বাঁচি,
হৃদয়ে একরাশ প্রেম নিয়ে,
জীবনের মাঝপথে দাঁড়িয়ে থাকি।
চাঁদের আলোয় হারিয়ে যায় সব তারা,
চাঁদের আলোয় তার ছবি পরে ধরা,
হে আমার প্রিয়তমা, আমার অন্তরাত্মা!
চাঁদের চেয়েও বেশি তোমার উজ্জ্বলতা।
কিছু দুঃখ, কিছু আনন্দ সবার হৃদয়ে থাকে,
আমার দুঃখ, আমার আনন্দ, সবই তোমার মাঝে।
বিদ্যুত চমকের দূরাগত আলোর মতো, সুখটুকু চলে যায়।
বেদনার রেশটুকু মিশে থাকে শিরায় শিরায়।
দুরন্ত বাতাসের কানে বিষাদের কথা বলি,
লজ্জাবতীর পাতার আড়ালে প্রিয়তমাকে খুঁজি,
আনত চোখে আমার নোনা জলের ধারা,
সকল বৈভব মনে হয় অর্থহীন তাঁকে ছাড়া।
সভ্যতার চাপে আমাদের আবেগ হয়েছে রহিত,
আমাদের ভালোবাসার প্রকাশ হয়ে গেছে সীমিত,
প্রেম তবু বুকের মাঝে গর্জে উঠে দূর্নিবার,
ক্ষতি কি তাতে বলো, অসভ্য হয় যদি আরেকবার?
সব কিছু, যা দোলায় এই হৃদয়কে,
জাগরিত করে আমাদের প্রেমকে,
পূর্ন করে আমাদের, জীবনের উত্তাপে।
নিশি পাওয়া মানুষের মতো হাঁটি,
অদ্ভুত সুখের ভাবনায় বাঁচি,
হৃদয়ে একরাশ প্রেম নিয়ে,
জীবনের মাঝপথে দাঁড়িয়ে থাকি।
চাঁদের আলোয় হারিয়ে যায় সব তারা,
চাঁদের আলোয় তার ছবি পরে ধরা,
হে আমার প্রিয়তমা, আমার অন্তরাত্মা!
চাঁদের চেয়েও বেশি তোমার উজ্জ্বলতা।
কিছু দুঃখ, কিছু আনন্দ সবার হৃদয়ে থাকে,
আমার দুঃখ, আমার আনন্দ, সবই তোমার মাঝে।
বিদ্যুত চমকের দূরাগত আলোর মতো, সুখটুকু চলে যায়।
বেদনার রেশটুকু মিশে থাকে শিরায় শিরায়।
দুরন্ত বাতাসের কানে বিষাদের কথা বলি,
লজ্জাবতীর পাতার আড়ালে প্রিয়তমাকে খুঁজি,
আনত চোখে আমার নোনা জলের ধারা,
সকল বৈভব মনে হয় অর্থহীন তাঁকে ছাড়া।
সভ্যতার চাপে আমাদের আবেগ হয়েছে রহিত,
আমাদের ভালোবাসার প্রকাশ হয়ে গেছে সীমিত,
প্রেম তবু বুকের মাঝে গর্জে উঠে দূর্নিবার,
ক্ষতি কি তাতে বলো, অসভ্য হয় যদি আরেকবার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৮/০৬/২০২০দারুন লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৬/২০২০অপূর্ব প্রেমের কবিতা।
-
Md. Rayhan Kazi ২৭/০৬/২০২০অসাধারণ মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২০পরিপক্ব ও পরিপাটি লেখা ।