রাজহংসী
মৃদু নীল আলো জ্বলে উঠে কামরায়,
বুনো নিমন্ত্রণ তার চোখের আভায়।
নিঃশ্বাস গাঢ় হয় বুকের পাঁজরে,
জ্বলন্ত তীর হানে হৃদয় গভীরে।
শিফনের শাড়ীর ভাঁজ খসে পরে,
মসৃন ত্বকে আলো চিকচিক করে।
স্বর্গীয় সৌন্দর্য্য হয় উন্মোচন,
সব কিছু আজ নিরাভরণ।
ব্রক্ষ্মান্ড থেমে যায়, অদ্ভুত নীরবতা।
ঠিক যেনো এক স্বপ্ন, নয় বাস্তবতা।
স্থানুর মতো বসে থাকি, নিশ্চুপে,
পুড়ে মরি তার জ্বলন্ত রূপে।
মনে মনে সাহস সঞ্চয় করি,
দিতে হবে অজানা পথ পাড়ি।
রাজহংসীর মতো সে আসে ধীরে,
আমার পানে, লাজুক চরণে।
রক্তের কণিকা ছুটে চলে দুরন্ত বেগে,
কেঁপে উঠে তনু ব্যাকুল আবেগে।
বুনো নিমন্ত্রণ তার চোখের আভায়।
নিঃশ্বাস গাঢ় হয় বুকের পাঁজরে,
জ্বলন্ত তীর হানে হৃদয় গভীরে।
শিফনের শাড়ীর ভাঁজ খসে পরে,
মসৃন ত্বকে আলো চিকচিক করে।
স্বর্গীয় সৌন্দর্য্য হয় উন্মোচন,
সব কিছু আজ নিরাভরণ।
ব্রক্ষ্মান্ড থেমে যায়, অদ্ভুত নীরবতা।
ঠিক যেনো এক স্বপ্ন, নয় বাস্তবতা।
স্থানুর মতো বসে থাকি, নিশ্চুপে,
পুড়ে মরি তার জ্বলন্ত রূপে।
মনে মনে সাহস সঞ্চয় করি,
দিতে হবে অজানা পথ পাড়ি।
রাজহংসীর মতো সে আসে ধীরে,
আমার পানে, লাজুক চরণে।
রক্তের কণিকা ছুটে চলে দুরন্ত বেগে,
কেঁপে উঠে তনু ব্যাকুল আবেগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৬/২০২০অসাধারণ।
-
Md. Rayhan Kazi ২৮/০৬/২০২০অসাধারণ লেখনী । শুভকামনা রইলো
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২০একরাশ মুগ্ধতা । ও মনোরম লেখনী
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৬/২০২০বেশ!
-
এম. মাহবুব মুকুল ২৭/০৬/২০২০দারুণ লিখেছেন।
ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।