www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্বিচারিণী

তুমি আলো, তুমি আধার, তুমি দূর আকাশের তারা,
তুমি সুখ, তুমি শোক, তুমি আমার রক্তের ধারা।
বয়ে যাও, নিরবে, আমার শিরা ধমনীতে,
দিয়ে যাও, উষ্ণতা, আমার হৃদয়ের পরতে।
আমি করতে শুধু চাই তোমায়, স্পর্শ, একবার।
আমি দেখতে শুধু চাই তোমার, মুখ, একবার।

কোনো ভয়, আমি আজ পরোয়া করিনা,
এতো প্রেম কোনোদিন আমার হৃদয়ে ছিলোনা।
আজ তুমি দিলে আমায় সব কিছু,
শুনবো না আর কোনো ডাক পিছু।
শুধু ভালোবাসতে দাও আজ, তোমায়,
তোমার চেয়ে প্রিয় কিছু নেই, দুনিয়ায়।
চলো তাই, ভালোবাসি শুধু, আজ ভালোবাসি শুধু,
জড়িয়ে ধরে থাকো, আমার হৃদয়ে মিশে থাকো।

ছুড়ে দাও, তুলে নাও, এক দ্বিধার মাঝে বাঁচি,
স্বর্গ নাকি নরক, কিসের মাঝে আছি?
বুঝিনা, বুঝিনা, শুধু ভালোবাসি জানি,
হৃদয়ের নীল বেদনায় পুড়ি, দিন রজনী।
তোমার জন্য আমি তাই আজ ছন্নছাড়া,
তোমার জন্য আমি আজ পাগলপারা।
দেখেও যে দেখোনা কিছু তুমি,
অভিমানে চোখ হয় ভীষণ ভারী।
একবার শুধু চেয়ে দেখো আমার চোখে,
দেখো, কি আগুন জ্বলছে এই বুকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জানবক্স খান ১০/০৭/২০২০
    ভালো হয়েছে।
  • চমৎকার।
  • অসামান্য সাবলিল উপস্থাপন প্রিয় কবি।
  • Md. Rayhan Kazi ২৭/০৬/২০২০
    লেখনীটা অনেক ভালো ছিলো কবি
  • নাইস
  • ফয়জুল মহী ২৬/০৬/২০২০
    খুবই মুগ্ধকর কথায় সাজানো নিপুণ চয়ন
 
Quantcast