আমায় তুমি
আমায় তুমি যতন করে রাখো,
নতুন কেনা শাড়ীর ভাঁজের মতো।
আদর করে হাত বুলিয়ে দিও,
ইচ্ছে হলে হৃদয় ভরে সুবাস টেনে নিও।
আমায় তুমি শুভ্র বেলী ভেবে,
কালোচুলের খোঁপার মাঝে একটু দিও গুজে।
ছড়িয়ে রেখো কোল বালিশের প’রে।
জড়িয়ে ধরে শুয়ে থেকো অলস দুপুরে।
আমায় তুমি চোখের কাজল করো,
স্নানের শেষে ভিজা চোখে অল্প একটু পরো।
মিশে রবো গভীর হয়ে ঘন পাপড়িতে,
ডাগর চোখের নিপুন আলপনাতে।
আমায় তুমি রঙ্গিন চুড়ি বানাও,
কোমল হাতের যাদুর স্পর্শ ছোয়াও।
পরে থেকো সকাল দুপুর সাঁঝে,
রিনিঝিনি নিক্কনে হঠাৎ উঠবো বেজে।
আমায় তুমি পথের সাথী রেখো,
আলোছায়ার মেঠোপথে একটু খানি হেঁটো।
ক্লান্ত বেলা গড়িয়ে গিয়ে বিকেল হলে প’রে,
ভালোবেসে হাতটি একটু ধরো।
নতুন কেনা শাড়ীর ভাঁজের মতো।
আদর করে হাত বুলিয়ে দিও,
ইচ্ছে হলে হৃদয় ভরে সুবাস টেনে নিও।
আমায় তুমি শুভ্র বেলী ভেবে,
কালোচুলের খোঁপার মাঝে একটু দিও গুজে।
ছড়িয়ে রেখো কোল বালিশের প’রে।
জড়িয়ে ধরে শুয়ে থেকো অলস দুপুরে।
আমায় তুমি চোখের কাজল করো,
স্নানের শেষে ভিজা চোখে অল্প একটু পরো।
মিশে রবো গভীর হয়ে ঘন পাপড়িতে,
ডাগর চোখের নিপুন আলপনাতে।
আমায় তুমি রঙ্গিন চুড়ি বানাও,
কোমল হাতের যাদুর স্পর্শ ছোয়াও।
পরে থেকো সকাল দুপুর সাঁঝে,
রিনিঝিনি নিক্কনে হঠাৎ উঠবো বেজে।
আমায় তুমি পথের সাথী রেখো,
আলোছায়ার মেঠোপথে একটু খানি হেঁটো।
ক্লান্ত বেলা গড়িয়ে গিয়ে বিকেল হলে প’রে,
ভালোবেসে হাতটি একটু ধরো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৭/০৬/২০২০দারুন লেখনী
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৬/২০২০নিরাপদে
বেশ লিখেছেন -
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৬/২০২০শুভ কামনা
-
Md. Rayhan Kazi ২৬/০৬/২০২০চমৎকার
-
পি পি আলী আকবর ২৬/০৬/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২৫/০৬/২০২০অসাধারণ সাবলীল লেখা