সন্ধ্যাটা আজ বৃথায় গেলো
সন্ধ্যাটা আজ বৃথায় গেলো আমার,
আবোলতাবোল কত যে ভাবনা।
মনের কোণ স্পর্শ করে গেলো,
হদিস তার হলো না আর জানা।
তোমায় নিয়ে লিখব বলে কিছু,
বসে ছিলাম বিকাল হতে ঠাই।
বিকাল গিয়ে সন্ধ্যা চলে গেলো,
খেরোখাতা শূন্য রয়ে যায়।
সবুজ বনের বুনো হরিণ যেমন,
সাড়া পেলে পালায় ছুটে দূরে।
তোমায় নিয়ে ছন্দগুলো আমার,
হৃদয় জুড়ে ছোটাছুটি করে।
ভাবতে গেলে কত ভাবনা আসে,
লিখতে গেলে কলম কাঁপে ত্রাসে।
লিখার মতো শব্দ পাওয়া দায়,
ছন্দরা সব জট পাকিয়ে যায়।
সূর্য ডুবে আকাশটা লাল করে,
আবির ছড়ায় শুভ্রমেঘের প’রে।
রঙের পরশ লাগে এসে মনে,
বুনো আবেগ জমে বুকের কোনে।
খাতায় শুধু হয়না কিছু লিখা,
হৃদয় বুঝে এ যে কেমন ব্যাথা।
সাদা খাতা শূন্য পরে থাকে,
ভাবনা আজ আর পায়না তোমাকে।
আবোলতাবোল কত যে ভাবনা।
মনের কোণ স্পর্শ করে গেলো,
হদিস তার হলো না আর জানা।
তোমায় নিয়ে লিখব বলে কিছু,
বসে ছিলাম বিকাল হতে ঠাই।
বিকাল গিয়ে সন্ধ্যা চলে গেলো,
খেরোখাতা শূন্য রয়ে যায়।
সবুজ বনের বুনো হরিণ যেমন,
সাড়া পেলে পালায় ছুটে দূরে।
তোমায় নিয়ে ছন্দগুলো আমার,
হৃদয় জুড়ে ছোটাছুটি করে।
ভাবতে গেলে কত ভাবনা আসে,
লিখতে গেলে কলম কাঁপে ত্রাসে।
লিখার মতো শব্দ পাওয়া দায়,
ছন্দরা সব জট পাকিয়ে যায়।
সূর্য ডুবে আকাশটা লাল করে,
আবির ছড়ায় শুভ্রমেঘের প’রে।
রঙের পরশ লাগে এসে মনে,
বুনো আবেগ জমে বুকের কোনে।
খাতায় শুধু হয়না কিছু লিখা,
হৃদয় বুঝে এ যে কেমন ব্যাথা।
সাদা খাতা শূন্য পরে থাকে,
ভাবনা আজ আর পায়না তোমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/০৬/২০২০লেখনীতে মুগ্ধতা একরাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৬/২০২০সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ২২/০৬/২০২০কমনীয় ভাবনা