চোরকাঁটা ভালোবাসা
আজ তোমার নামে আকাশ পানে দিলাম খোলা চিঠি,
জানতে ইচ্ছা করে বন্ধু ভালো আছো নাকি?
জানতে ভীষণ ইচ্ছা করে মন খারাপের দিনে,
আমার কথা ভুলেও কি গো আসে তোমার মনে?
সকাল বেলার ঝরা কুসুম সুবাস ছড়ায় যখন,
আমার খোঁজে পথ পানে রাখো কি গো নয়ন?
দুপুর বেলায় পুকুর ঘাঁটে স্নান করার কালে,
আমার মুখটি দেখো নাকি পদ্মফোটা জলে।
উদাস মনে হাঁটো যখন মেঠো পথের মাঝে,
চোরকাঁটা বিঁধে যেমন তোমার শাড়ীর ভাঁজে।
তেমনি তোমার প্রেমের কাঁটা বিঁধে আছে বুকে,
কি করে দেখাই বলো, পুড়ে মরি দুঃখে।
সময় আমার বৈরী এখন আর যে কাটেনা,
দিবস রজনী শুধু তোমারই ভাবনা।
দখিনা পবনে ভাসে অচেনা ফুলের ঘ্রাণ,
তোমার কথা ভেবে ভেবে উছলায় পরান।
বাতায়ন খোলা রেখে ঠাই বসে থাকি,
তোমার খুঁজে আকুল আমার তৃষিত আঁখি।
এসে যদি দাঁড়াও কভু সন্ধ্যার কালে,
ভালোবাসার ডালি নিয়ে আমার দুয়ারে।
সাঁঝবাতির মিহি আলোয় অপ্সরী রূপে,
মনভরে দেখে নিব অবাক চোখে।
হৃদয়ের দখল নিও অধিকার নিয়ে,
বিঁধে থেকে বুকে মোর চোরকাঁটা হয়ে।
জানতে ইচ্ছা করে বন্ধু ভালো আছো নাকি?
জানতে ভীষণ ইচ্ছা করে মন খারাপের দিনে,
আমার কথা ভুলেও কি গো আসে তোমার মনে?
সকাল বেলার ঝরা কুসুম সুবাস ছড়ায় যখন,
আমার খোঁজে পথ পানে রাখো কি গো নয়ন?
দুপুর বেলায় পুকুর ঘাঁটে স্নান করার কালে,
আমার মুখটি দেখো নাকি পদ্মফোটা জলে।
উদাস মনে হাঁটো যখন মেঠো পথের মাঝে,
চোরকাঁটা বিঁধে যেমন তোমার শাড়ীর ভাঁজে।
তেমনি তোমার প্রেমের কাঁটা বিঁধে আছে বুকে,
কি করে দেখাই বলো, পুড়ে মরি দুঃখে।
সময় আমার বৈরী এখন আর যে কাটেনা,
দিবস রজনী শুধু তোমারই ভাবনা।
দখিনা পবনে ভাসে অচেনা ফুলের ঘ্রাণ,
তোমার কথা ভেবে ভেবে উছলায় পরান।
বাতায়ন খোলা রেখে ঠাই বসে থাকি,
তোমার খুঁজে আকুল আমার তৃষিত আঁখি।
এসে যদি দাঁড়াও কভু সন্ধ্যার কালে,
ভালোবাসার ডালি নিয়ে আমার দুয়ারে।
সাঁঝবাতির মিহি আলোয় অপ্সরী রূপে,
মনভরে দেখে নিব অবাক চোখে।
হৃদয়ের দখল নিও অধিকার নিয়ে,
বিঁধে থেকে বুকে মোর চোরকাঁটা হয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৬/২০২০অসাধারণ।
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৬/২০২০সুন্দর অনুভবে বিরহে গাঁথা কবিতা।
অসামান্য মুগ্ধতা। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৬/২০২০অসাধারন
-
Md. Rayhan Kazi ২২/০৬/২০২০পড়ে অনেক ভালো লাগলো
-
ফয়জুল মহী ২১/০৬/২০২০অসাধারণ একটি পোস্ট।