হৃদয় চোখ
চোখ যে কিভাবে আমার হৃদয় হয়ে যায়,
বুঝতে পারি যখন তোমার মুখপানে চাই।
হাসি যে কি করে মনে কাঁটা হয়ে বিঁধে,
তোমার হাসির সুরে বুঝি পদে পদে।
রিনিঝিনি নিক্কন কথার ধরনে,
কাঁপন তোল তুমি অশান্ত মনে।
কাছে এসে দেখা দিয়ে চকিতে পালাও,
ভাবনায় টোকা দিয়ে নিমিষে হারাও।
প্রানভরা গান নিয়ে পথ চেয়ে থাকি,
আমার সুরের সাথে সুর মেলাবে কি?
তোমার আশেপাশে ঘুরি সারাক্ষণ,
হঠাৎ মিলে যদি নয়নে নয়ন।
সারা বেলা মিছে খেলা তুমি আর আমি,
কি করে বুঝাই বলো ভালোবেসেছি।
কি করে শুধাই বলো ভালোবাস কিনা?
তোমার চোখ কি আমার হৃদয় দেখেনা?
বুঝতে পারি যখন তোমার মুখপানে চাই।
হাসি যে কি করে মনে কাঁটা হয়ে বিঁধে,
তোমার হাসির সুরে বুঝি পদে পদে।
রিনিঝিনি নিক্কন কথার ধরনে,
কাঁপন তোল তুমি অশান্ত মনে।
কাছে এসে দেখা দিয়ে চকিতে পালাও,
ভাবনায় টোকা দিয়ে নিমিষে হারাও।
প্রানভরা গান নিয়ে পথ চেয়ে থাকি,
আমার সুরের সাথে সুর মেলাবে কি?
তোমার আশেপাশে ঘুরি সারাক্ষণ,
হঠাৎ মিলে যদি নয়নে নয়ন।
সারা বেলা মিছে খেলা তুমি আর আমি,
কি করে বুঝাই বলো ভালোবেসেছি।
কি করে শুধাই বলো ভালোবাস কিনা?
তোমার চোখ কি আমার হৃদয় দেখেনা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৬/২০২০সুন্দর উপলব্ধির উপস্থাপন।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৬/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ১৪/০৬/২০২০কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৪/০৬/২০২০চমৎকার
-
Md. Rayhan Kazi ১৪/০৬/২০২০অসাধারণ