প্রাঙ্গনে মোর
ঘাস ফড়িঙের রঙ্গীন ডানায়,
ভাবনা আমার দিশা হারায়।
সবুজ ঘাসের কচি ডগায়,
স্বপ্নেরা জমা হয় গভীর মমতায়।
ভালোলাগার নতুন দিক উন্মোচন করে,
ঝিলমিল রোদ আমার জানালার প’রে।
কৃষ্ণচুরা ছুঁয়ে আসা সতেজ বাতাসে
আমার কানে কানে বলে যায় এসে।
জীবনের সম্ভাবনা আজো অপার বিস্তার,
সময় এখনো আসেনি তার শেষ হবার।
আশা আছে, স্বপ্ন আছে,
দেখার দুটি চোখ আছে।
বুকের ভিতর ছোট্ট একটু,
ভালোবাসা লুকানো আছে।
তাই, ভয় কিসের বন্ধু?
একটু খানি সাহস বুকে রাখি,
চারপাশের পৃথিবীকে নতুন করে দেখি।
নতুন করে ভাবতে শিখি,
নতুন করে চিনতে শিখি।
বহুদিন পাশে যে জন,
তার পানে তাকিয়ে দেখি।
ভালোবাসার যে কথা গুলো,
এতদিন গোপন ছিল।
সংকোচ ঝেড়ে ফেলে,
আবেগ ভরে বলে ফেলি।
সময় পেলে বিকেল বেলায়,
ব্যস্ততার অবসরে।
ঘর হতে বেড়িয়ে পড়ি,
প্রিয়জনের হাতটি ধরে।
ঘরের পাশের আঙিনাতে,
খালি পায়ে একটু হাঁটি।
শীতল মাটির স্নিগ্ধ স্পর্শ,
কর্ম ক্লান্ত গাঁয়ে মাখি।
পৃথিবীটা বড্ড সুন্দর,
দেখার শুধু চক্ষু চাই।
প্রাঙ্গনে মোদের হাজার রতন,
পড়ে থাকে অবহেলায়।
ভাবনা আমার দিশা হারায়।
সবুজ ঘাসের কচি ডগায়,
স্বপ্নেরা জমা হয় গভীর মমতায়।
ভালোলাগার নতুন দিক উন্মোচন করে,
ঝিলমিল রোদ আমার জানালার প’রে।
কৃষ্ণচুরা ছুঁয়ে আসা সতেজ বাতাসে
আমার কানে কানে বলে যায় এসে।
জীবনের সম্ভাবনা আজো অপার বিস্তার,
সময় এখনো আসেনি তার শেষ হবার।
আশা আছে, স্বপ্ন আছে,
দেখার দুটি চোখ আছে।
বুকের ভিতর ছোট্ট একটু,
ভালোবাসা লুকানো আছে।
তাই, ভয় কিসের বন্ধু?
একটু খানি সাহস বুকে রাখি,
চারপাশের পৃথিবীকে নতুন করে দেখি।
নতুন করে ভাবতে শিখি,
নতুন করে চিনতে শিখি।
বহুদিন পাশে যে জন,
তার পানে তাকিয়ে দেখি।
ভালোবাসার যে কথা গুলো,
এতদিন গোপন ছিল।
সংকোচ ঝেড়ে ফেলে,
আবেগ ভরে বলে ফেলি।
সময় পেলে বিকেল বেলায়,
ব্যস্ততার অবসরে।
ঘর হতে বেড়িয়ে পড়ি,
প্রিয়জনের হাতটি ধরে।
ঘরের পাশের আঙিনাতে,
খালি পায়ে একটু হাঁটি।
শীতল মাটির স্নিগ্ধ স্পর্শ,
কর্ম ক্লান্ত গাঁয়ে মাখি।
পৃথিবীটা বড্ড সুন্দর,
দেখার শুধু চক্ষু চাই।
প্রাঙ্গনে মোদের হাজার রতন,
পড়ে থাকে অবহেলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/০৬/২০২০অসাধারণ প্রকাশ l
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১১/০৬/২০২০চমৎকার