হারানো দিন
মনে পড়ে গেলো হঠাৎ ফেলে আসা দিন,
এতো বছর পরও সব আছে অমলিন।
হৃদয়ের মণিকোঠায় জ্বলজ্বলে স্মৃতি,
কখনো হয়না পুরোনো, তরতাজা অতি।
আজো সময় পেলে ভাবি বসে একা,
সেইসব দিনগুলোর পাবো কি আর দেখা।
কতশত দিন গেছে হাসি আর গানে,
কতবার এসেছে বিচ্ছেদ ঝগড়া, অভিমানে।
কত পথ হেঁটেছি আমরা কাঁধে রেখে হাত,
গভীর আড্ডায় কেটেছে কত ঘুমহীন রাত।
রোদ, ঝড়, বৃষ্টির সব বাঁধা ফেলে,
দেখা হতো প্রিয় মুখের প্রতি সকালে।
একদিনের বিরহে ভাবনা হতো মনে,
সারাক্ষণ একসাথে, কারণে অকারনে।
এতোদিন পরে এসে আজ মনে হয়,
বিশ বছর সময়তো খুব বেশী নয়।
চাইলেই হারাতে পারি সেইসব দিনে,
সব স্মৃতি আজো রঙ্গীন আমাদের মনে।
এতো বছর পরও সব আছে অমলিন।
হৃদয়ের মণিকোঠায় জ্বলজ্বলে স্মৃতি,
কখনো হয়না পুরোনো, তরতাজা অতি।
আজো সময় পেলে ভাবি বসে একা,
সেইসব দিনগুলোর পাবো কি আর দেখা।
কতশত দিন গেছে হাসি আর গানে,
কতবার এসেছে বিচ্ছেদ ঝগড়া, অভিমানে।
কত পথ হেঁটেছি আমরা কাঁধে রেখে হাত,
গভীর আড্ডায় কেটেছে কত ঘুমহীন রাত।
রোদ, ঝড়, বৃষ্টির সব বাঁধা ফেলে,
দেখা হতো প্রিয় মুখের প্রতি সকালে।
একদিনের বিরহে ভাবনা হতো মনে,
সারাক্ষণ একসাথে, কারণে অকারনে।
এতোদিন পরে এসে আজ মনে হয়,
বিশ বছর সময়তো খুব বেশী নয়।
চাইলেই হারাতে পারি সেইসব দিনে,
সব স্মৃতি আজো রঙ্গীন আমাদের মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৬/২০২০অপরিসীম ভালো লাগলো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১০/০৬/২০২০দারুন...