মানুষ অমানুষ
মানুষ তুমি মানুষ হবে কবে?
নিজেকে যে মানুষ বলতে বড্ড লজ্জা লাগে।
মানুষ তোমার পশুর অধম মনে,
বাস করে এক কদর্য শয়তানে।
সৃস্টির সেরা বলে বড়াই করা থামাও,
মনের পশুটাকে পারলে একটু দমাও।
জন্মসুত্রে পাওয়া বিবেক কোথায় গেলো তোমার?
মানুষ থেকে হয়েছো তাই আস্ত জানোয়ার।
নিজেকে যে মানুষ বলতে বড্ড লজ্জা লাগে।
মানুষ তোমার পশুর অধম মনে,
বাস করে এক কদর্য শয়তানে।
সৃস্টির সেরা বলে বড়াই করা থামাও,
মনের পশুটাকে পারলে একটু দমাও।
জন্মসুত্রে পাওয়া বিবেক কোথায় গেলো তোমার?
মানুষ থেকে হয়েছো তাই আস্ত জানোয়ার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপজয় গাঙ্গুলী ০৪/০৬/২০২০ভালো লাগলো।
-
সঞ্জয় শর্মা ০৪/০৬/২০২০যারা অন্তঃসত্ত্বা হাতিকে এমন নির্মমভাবে মারতে পারে, তারা জানোয়ারের চেয়েও অধম।
কবিতাটি হৃদয় ছুয়ে গেল।
মানুষ কবে যে হবে মানুষ? -
মোহন দাস (বিষাক্ত কবি) ০৪/০৬/২০২০একদম তাই...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৬/২০২০বেশ লিখেছেন প্রিয় কবি।
-
আব্দুল হক ০৩/০৬/২০২০বেশ লিখেছেন।
-
ফয়জুল মহী ০৩/০৬/২০২০চমৎকার লেখা