অন্ধকারে শেষ যাত্রা
ক্লান্ত রবি লুটায়ে পড়ে পটে,
ব্যস্ত পথিক হেঁটে যায় দূর পথে।
সূর্যাস্তের বাকী নেই বেশী আর,
সময় হলো আপন নীড়ে ফিরবার।
গন্তব্য যে এখনো ঢের বাকি,
দিতে হবে কি পথ পাড়ি একাকী?
শ্রান্ত পথিক, বল নেই পায়ে তার,
লম্বা পথ পরে আছে পেরোবার।
চরম আক্ষেপে পুড়ে পথিকের মন,
অমূল্য সময় নষ্ট করেছে অকারণ।
ভুলে গিয়েছিল ফিরতে হবে ঘরে,
কাটিয়েছে কাল অহেতুক অবসরে।
কতশত বন্ধু ছিল সাথী,
কত আনন্দে মেতেছিল দিনরাতি।
কেউ নেই আজ তারা পাশে তার,
সময় এসেছে একাকী যাত্রা করার।
বন্ধুর পথে হাঁটতে লাগে ভয়,
মনে শংকা জাগে, এই বুঝি সন্ধ্যা হয়।
অন্ধকারে পথ চেনা যে দায়,
নীড় ভুলে যদি অচেনায় চলে যায়।
ফেরা হবেনা আর আপন আলয় মাঝে,
বাকি সময় কেটে যাবে অন্ধকারে খুঁজে।
হাঁটতে গিয়ে পিছন ফিরে দেখে,
তার কথা যে সবাই ভুলে আছে।
বৃথায় তাদের আপন ভেবেছিল।
অন্ধকারে শেষ যাত্রায় একাই হাঁটতে হলো।
ব্যস্ত পথিক হেঁটে যায় দূর পথে।
সূর্যাস্তের বাকী নেই বেশী আর,
সময় হলো আপন নীড়ে ফিরবার।
গন্তব্য যে এখনো ঢের বাকি,
দিতে হবে কি পথ পাড়ি একাকী?
শ্রান্ত পথিক, বল নেই পায়ে তার,
লম্বা পথ পরে আছে পেরোবার।
চরম আক্ষেপে পুড়ে পথিকের মন,
অমূল্য সময় নষ্ট করেছে অকারণ।
ভুলে গিয়েছিল ফিরতে হবে ঘরে,
কাটিয়েছে কাল অহেতুক অবসরে।
কতশত বন্ধু ছিল সাথী,
কত আনন্দে মেতেছিল দিনরাতি।
কেউ নেই আজ তারা পাশে তার,
সময় এসেছে একাকী যাত্রা করার।
বন্ধুর পথে হাঁটতে লাগে ভয়,
মনে শংকা জাগে, এই বুঝি সন্ধ্যা হয়।
অন্ধকারে পথ চেনা যে দায়,
নীড় ভুলে যদি অচেনায় চলে যায়।
ফেরা হবেনা আর আপন আলয় মাঝে,
বাকি সময় কেটে যাবে অন্ধকারে খুঁজে।
হাঁটতে গিয়ে পিছন ফিরে দেখে,
তার কথা যে সবাই ভুলে আছে।
বৃথায় তাদের আপন ভেবেছিল।
অন্ধকারে শেষ যাত্রায় একাই হাঁটতে হলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বেগম সেলিনা খাতুন ০২/০৬/২০২০
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০১/০৬/২০২০বেশ সুন্দর।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৬/২০২০বেশ...
-
ফয়জুল মহী ৩১/০৫/২০২০Darun
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৫/২০২০Nice
কি সুন্দর কথা। ভালো লিখেছেন।