ভিন্নপথ
তোমার সাথে আমার হয়তো হবেনা আর জুড়ি,
তোমার আকাশে উড়বেনা আর আমার রঙিন ঘুড়ি।
আমার আকাশ চিরকালই, একলা আকাশ আমার,
তোমার নীলে আমার নীলে ভাগ হবেনা আর।
ধুসর, উষর, সব পথেই আমার একলা হাঁটা,
কোমল মাটির সবুজ ঘাসে তোমার পথটি আঁকা।
বলা না বলা অনুভূতি সব সরিয়েছি দূরে,
আমার পথে চলবে না জানি তোমার রাস্তা ছেড়ে।
আবেগী মনের গহীন কোণে স্বপ্ন যত ছিল,
বাস্তবতার কঠিন চাপে সব পালিয়ে গেল।
তোমার মনের চৌকাঠে তাই কড়া নাড়াই সারা,
চাবি গোছা রেখেছো জানি অন্য কোথাও জমা।
তোমার মনের মাঝনদীতে এলোমেলো হাওয়া,
বৈঠা ছাড়া খেয়া মাঝির অবাক নৌকা বাওয়া।
তোমার আকাশে উড়বেনা আর আমার রঙিন ঘুড়ি।
আমার আকাশ চিরকালই, একলা আকাশ আমার,
তোমার নীলে আমার নীলে ভাগ হবেনা আর।
ধুসর, উষর, সব পথেই আমার একলা হাঁটা,
কোমল মাটির সবুজ ঘাসে তোমার পথটি আঁকা।
বলা না বলা অনুভূতি সব সরিয়েছি দূরে,
আমার পথে চলবে না জানি তোমার রাস্তা ছেড়ে।
আবেগী মনের গহীন কোণে স্বপ্ন যত ছিল,
বাস্তবতার কঠিন চাপে সব পালিয়ে গেল।
তোমার মনের চৌকাঠে তাই কড়া নাড়াই সারা,
চাবি গোছা রেখেছো জানি অন্য কোথাও জমা।
তোমার মনের মাঝনদীতে এলোমেলো হাওয়া,
বৈঠা ছাড়া খেয়া মাঝির অবাক নৌকা বাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৮/০৬/২০২০বাহ্ চমৎকার
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/০৫/২০২০খুব ভালো...
-
ফয়জুল মহী ২৮/০৫/২০২০পরিপক্ব ও পরিপাটি লেখা